ইডেনে ফিরছেন গৌতম গম্ভীর

promotional_ad

ইডেনে ফিরছেন গৌতম গম্ভীর। তবে কলকাতা নাইট রাইডার্সকে দুইবার আইপিএল শিরোপা এনে দেয়া এই বাঁহাতি ব্যাটসম্যান তার সাবেক দলের বিপক্ষে মাঠে নামবেন দিল্লী ডেয়ারডেভিলসের জার্সিতে। 


রবিবার চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ১৩তম ম্যাচে মুখোমুখি হচ্ছে দীনেশ কার্তিকের কলকাতা এবং গৌতম গম্ভীরের দিল্লী। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ম্যাচটা শুরু হবে। 


এখন পর্যন্ত দুদলই তাদের তিন ম্যাচের একটিতে জয় পেয়েছে। তবে একটিতে জিতলেও নেট রান-রেটের বিচারে দিল্লীর চেয়ে এগিয়ে আছে কলকাতা। টেবিলের সাত নম্বরে আছে দিল্লী আর কেকেআরের অবস্থান পাঁচ নম্বরে। 


promotional_ad

তাই দু'দলেরই লক্ষ্য থাকবে নিজেদের দ্বিতীয় জয় তুলে নেয়ার। সেই লক্ষ্য নিয়েই শতভাগ দেয়ার উদ্দেশ্য নিয়ে মাঠে নামবে দিল্লী এবং কলকাতা।


এদিকে আজকের ম্যাচে কলকাতার তুরুপের তাস হতে পারেন ক্যারিবিয়ান স্পিনার সুনিল নারাইন। কারণ দিল্লীর বিপক্ষে ১১ ইনিংসে ২০ উইকেট নিয়েছেন এই ডানহাতি স্পিনার।


অন্যদিকে অসুস্থতা কাটিয়ে আজ দিল্লী শিবিরে ফিরতে পারেন অলরাউন্ডার ক্রিস মরিস। মরিস দলে ফিরলে জায়গা ছাড়তে হতে পারে আরেক অলরাউন্ডার ড্যানিয়েল ক্রিস্টিয়ানকে।


কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশঃ ক্রিস লিন, সুনীল নারাইন, রবিন উথাপ্পা, নীতীশ রানা, দিনেশ কার্তিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), শুভম্যান গিল, আন্দ্রে রাসেল, শিভাম মভি, মিচেল জনসন, পিজুশ চাওলা, কুলদীপ যাদব।


দিল্লী ডেয়ারডেভিলসের সম্ভাব্য একাদশঃ গৌতম গম্ভীর (অধিনায়ক), জেসন রয়, রিশাভ পান্ট (উইকেট রক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, শ্রেয়াস আইয়ার, বিজয় শংকর, ড্যানিয়েল ক্রিস্টিয়ান/ক্রিস মরিস, রাহুল তায়াতিয়া, শাহবাজ নদীম, মোহাম্মদ শামি, ট্রেন্ট বোল্ট। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball