ভিডিওঃ যেভাবে ইনজুরির সাথে যুদ্ধ করে নিজেকে ফিট রাখেন মাশরাফি

ছবি:

মাশরাফি বিন মুর্তজা তার ক্যারিয়ারের শেষার্ধে এসেও প্রতিনিয়ত ইনজুরির সাথে লড়াই করে খেলতে নামেন। দুই পায়ে সাত অপারেশনের ভার এখনো বয়ে বেড়ান তিনি।
এখনো খুড়িয়ে খুড়িয়ে বোলিং মার্কে পৌঁছাতে হয় তাকে। প্রিয় খেলাটা ভালোবাসেন বলেই প্রতিনিয়ত একই লড়াইয়ের মধ্য দিতে যেতে হয় মাশরাফিকে।

তবে নিজেকে দলের জন্য ফিট রাখতে পায়ে ব্যান্ডেজের উপর ব্যান্ডেজ ব্যবহার করেন তিনি। প্রতি ম্যাচে মাঠে নামার আগে মাশরাফির প্রস্তুত হতেই লম্বা সময় চলে যায়।
আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৭ বছর বয়ে গেল, এত ইনজুরির ধাক্কার পরও খেলে যাচ্ছেন নিজের শরীরের সাথে লড়াই করে। প্রতি ম্যাচের আগে মাশরাফি নিজেকে এভাবেই প্রস্তুত করেন...