টিকেট কালোবাজারিঃ বিসিবি-পুলিশ ভাই ভাই

ছবি:

বিপিএলের পঞ্চম আসরের শেষ পর্বের খেলা সরাসরি দেখতে ঢাকার মানুষের আগ্রহের কমতি নেই। বড় বড় তারকাদের এক মঞ্চে দেখার সুযোগ কে হাতছাড়া করতে চাইবে। বরাবরের মতোই লম্বা লাইনে দাঁড়িয়ে মাঠে প্রবেশের টিকেট খুঁজছে ক্রিকেট প্রেমীরা।
কিন্তু টিকেট যেন সোনার হরিণ। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে টিকেট পাওয়া যাচ্ছে না। অথচ টিকেট কাউন্টারের অদূরেই প্রকাশ্যে টিকিট বিক্রি চলছে। খেলা পাগল দর্শকরাও থেমে নেই... তিন-চার গুন বেশি টাকা খরচা করে অসাধু বিক্রেতার কাছ থেকে টিকেট নিচ্ছে তারা।
'কাউন্টারে কোনো টিকেট নেই। অথচ কাউন্টার থেকে যখন বের হলাম, বাইরে পাওয়া যাচ্ছে টিকেট। তিনশো টাকার টিকেট বিক্রি হচ্ছে এগারোশ' টাকা।' সময় টিভির ক্যামেরায় বলছিলেন এক টিকেট প্রত্যাশী ক্রিকেট প্রেমী।

শুধু তাই নয়। পুলিশের লোকজনও জড়িত এই ব্যবসায়। লাইনে দাঁড়িয়ে থাকা আরেকজন বলেছেন, 'দুইশ টাকার টিকেট এক হাজার, বারশো টাকা চাচ্ছে। পুলিশ বলছে, এক হাজার টাকা হলে টিকেট পাবে।'
মিরপুর স্টেডিয়ামে ক্রিকেটের মেলা বসলে এমন চিত্র প্রতিনিয়ত দেখা যায়। বিসিবির অনেক পদস্থ কর্মকর্তার চোখের সামনেই নাকি এসব হয়ে আসছে। টিকেট কালোবাজারির এহেন চিত্র হরহামেশাই দেখা মিলে।
কিন্তু বিসিবির কর্তারা এই ইস্যুতে চোখ থাকিতে অন্ধ। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা বলছেন, এমন ঘটনার খবর তার কানে আসে নি। সবশেষে আশ্বাসের বানী জুড়ে দিয়ে তিনি বলেছেন,
'আমরা জানি না। কালোবাজারে যাতে টিকেট বিক্রি করতে না পারে এটার জন্য আমরা যথেষ্ট সজাগ থাকি। তারপরেও এটা হতে পারে। আমি বলছি না যে এটা হয়ই নাই। আমাদের কাছে এই ধরণের কোন তথ্য নাই। আমরা যদি জানতাম তবে অবশ্যই তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতাম।'