promotional_ad

‘ওই বিপিএলে আটে নেমেছিলাম’, ক্যারিয়ারের সবচেয়ে বাজে বিপিএল নিয়ে নাইম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জির সঙ্গে সাক্ষাৎকারে নাইম শেখ, ক্রিকফ্রেঞ্জি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২১-২২ মৌসুম সবচেয়ে বাজে কেটেছিল নাইম শেখের । কম্বিনেশনের কারণে সেই টুর্নামেন্টে আট নম্বরেও ব্যাটিং করতে হয়েছে এই ওপেনারকে। যার কারণে স্বাচ্ছন্দ্য নিয়ে নিজের সেরাটা উপহার দিতে পারেননি তিনি।

promotional_ad

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে বেশ ভালো সময় কাটছে নাইমের। জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি আসরের শুরু থেকেই ব্যাটে রানের ফোয়ারা ছুটিয়েছেন নাইম। ঢাকা মেট্রোর অধিনায়ক ১০ ইনিংসে ব্যাটিং করে ৩১.৬০ গড়ে ৩১৬ রান করেছেন।


আসরে নাইমের স্ট্রাইক রেট ১৩৫.০৪। হাফ সেঞ্চুরি তিনটি। ফাইনালে মেট্রোর হারের ম্যাচে ডাক মারলেও আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। এমন সুসময়ে নিজের খারাপ সময়ের কথাও মনে রেখেছেন এই ওপেনার।


বিপিএলের ২০২১-২২ মৌসুমে মিনিস্টার ঢাকার হয়ে খেলেছিলেন নাইম। সেই আসরে আট নম্বরে ব্যাটিংয়ে নামার দুঃখ এখনও স্পর্শ করে তাকে। সেই দলে ছিলেন তামিম ইকবাল, পাকিস্তানের মোহাম্মদ শেহজাদ, মাহমুদউল্লাহ রিয়াদ, শুভাগত হোম, ক্যারিবিয়ান হিটার আন্দ্রে রাসেলদের মতো ক্রিকেটাররা।


promotional_ad

আর তাই কম্বিনেশন সাজাতে অনেক নিচের দিকে খেলতে হতো নাইমকে। এর প্রভাব পড়ে তার পারফরম্যান্সেও। আসরে আট ম্যাচে মোটে ৫০ রান করেন তিনি। স্ট্রাইক রেট ছিল প্রায় ৬৬। সেই বিপিএলকে ক্যারিয়ারের সবচেয়ে 'বাজে টুর্নামেন্ট' উল্লেখ করেছেন তিনি।


ক্রিকফ্রেঞ্জিকে নাইম বলেন, 'পাঁচ-ছয় না, আমার যতদূর খেয়াল আছে আমি আট নম্বরেও ব্যাটিং করেছি। আমি নিজেও জানতাম না যে আমি কোন অর্ডারে ব্যাটিং করব। বাঁহাতি-ডানহাতি, এই কম্বিনেশন মেলানোর জন্য আমি নিজেও জানতাম না যে আমি কোথায় ব্যাটিং করব'


'ব্যাটার হিসেবে আপনি যদি না জানেন যে আপনি কোথায় ব্যাটিং করবেন, তাহলে সেটা আপনার জন্য অনেক কঠিন। আমি যত জায়গায় ক্রিকেট খেলেছি, ওই বিপিএলটা আমার জীবনে সবচেয়ে বাজে টুর্নামেন্ট ছিল। এমনকি বিশ্বকাপেও আমি সেসময় সর্বোচ্চ রান করে এসেছিলাম। ওটা আমার জন্য একটা খারাপ সময় বলতে পারেন।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball