শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন হাসারাঙ্গা
ছবি: উইকেট নিয়ে উল্লাস করছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, ফাইল ফটো
গত নভেম্বরে কিউইদের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলে শ্রীলঙ্কা। সেটাই ছিল লঙ্কানদের খেলা শেষ ওয়ানডে সিরিজ। সেই দলে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে খেলা হয়নি হাসারাঙ্গার। এবার ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন এই অলরাউন্ডার।
সেই সিরিজের দল থেকে চার ক্রিকেটারকে বাদ দিয়েছে শ্রীলঙ্কা। তারা হলেন দুশন হেমন্থ, কুশল পেরেরা, সাদিরা সামাবিক্রমা এবং দিলশান মাদুশাঙ্কা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর গত নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ওয়ানডে স্কোয়াডে ফিরেছিলেন পেরেরা।
কিন্তু সেই সিরিজে একটি ম্যাচও খেলতে পারেননি পেরেরা। এবার দল থেকে বাদ পড়লেন কোনও ম্যাচ না খেলেই। অপরদিকে হেমন্থকে দলে নেয়া হয়েছিল হাসারাঙ্গার বদলি হিসেবে। এবার হাসারাঙ্গা ফেরায় বাদ পড়লেন হেমন্থ।
এই স্পিন বোলিং অলরাউন্ডারের পাশাপাশি ব্যাটার নুয়ানিদু ফার্নান্দোকেও ফিরিয়েছে শ্রীলঙ্কা। আগামী ২৮ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইতে শুরু হবে দুই দলের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি। ৩১ ডিসেম্বর একই মাঠে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।
নেলসনে তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ২ জানুয়ারি। এরপরই শুরু হবে ওয়ানডে সিরিজ। তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৫, ৮ ও ১১ জানুয়ারি।
শ্রীলঙ্কা ওয়ানডে স্কোয়াড- চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, জেনিথ লিয়ানাগে, নুয়ানিদু ফার্নান্দো, দুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মাহিশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসে, চামিডু বিক্রমাসিংহে, আসিথা ফার্নান্দো, মোহাম্মদ সিরাজ, লাহিরু কুমারা এবং ইশান মালিঙ্গা।