promotional_ad

বিজয় দিবসে মাঠে নামছেন নান্নু-বাশার-লিপুরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বিজয় দিবস প্রদর্শনী ম্যাচ, ফাইল ফটো
মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রদর্শনী ম্যাচের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখানে মুক্তিযুদ্ধে শহীদ ক্রিকেট সংগঠক মুশতাক ও ক্রিকেটার জুয়েলের নামে দুটি দলের হয়ে মাঠে নামবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা।

promotional_ad

১৬ ডিসেম্বর মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১০টা থেকে। ম্যাচটি ওভারে টি-টোয়েন্টি ফরম্যাটে। মুশতাক একাদশের হয়ে মাঠে নামতে দেখা যাবে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে।


একই দলের হয়ে খেলবেন দুই নির্বাচক আব্দুর রাজ্জাক ও হান্নান সরকারও। দলটিতে আছেন হাসিবুল হোসেন শান্ত, মেহরাব হোসেন অপি, আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নুর সাবেক তারকারাও। শহীদ জুয়েল একাদশে রাখা হয়েছে সাবেক অধিনায়ক রকিবুল হাসানকে।


একই দলের হয়ে খেলবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমন। দলটিতে আছেন খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক ও শাহরিয়ার নাফিসও।


promotional_ad

শহীদ মুশতাক একাদশ-


হান্নান সরকার, ফাহিম মুনতাসির সুমিত, গাজী আশরাফ হোসেন লিপু, হাসানুজ্জামান ঝড়ু, হাসিবুল হোসেন শান্ত, আব্দুর রাজ্জাক, সাইদুল ইসলাম ইফি, মাহমুদুল হাসান রানা, আকরাম খান, মেহরাব হোসেন অপি, মিনহাজুল আবেদিন নান্নু, মোহাম্মদ আলি, মুশফিকুর রহমান বাবু, নাজমুল হোসেন ও সাজ্জাদ আহমেদ শিপন।


শহীদ জুয়েল একাদশ-


রকিবুল হাসান, এহসানুল হক সিজান, এনামুল হক মনি, ফয়সাল হোসেন ডিকেন্স, হাবিবুল বাশার সুমন, হারুন উর রশিদ লিটন, জাভেদ ওমর বেলিম গোল্লা, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ রফিক, নিয়ামুর রশিদ রাহুল, সেলিম শাহেদ, সানোয়ার হোসেন, শাহরিয়ার নাফিস ও তালহা জুবাইর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball