বিজয় দিবসে মাঠে নামছেন নান্নু-বাশার-লিপুরা
![বিজয় দিবস প্রদর্শনী ম্যাচ, ফাইল ফটো](https://cricfrenzy.com/public/storage/images/12-2024/A9egfb4de93d2d16eb94a04a.webp)
ছবি: বিজয় দিবস প্রদর্শনী ম্যাচ, ফাইল ফটো
![promotional_ad](https://cricfrenzy.com/public/storage//advertisements/c8243538-ac32-4fc4-871e-77acc1257b54.jpg)
১৬ ডিসেম্বর মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১০টা থেকে। ম্যাচটি ওভারে টি-টোয়েন্টি ফরম্যাটে। মুশতাক একাদশের হয়ে মাঠে নামতে দেখা যাবে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে।
একই দলের হয়ে খেলবেন দুই নির্বাচক আব্দুর রাজ্জাক ও হান্নান সরকারও। দলটিতে আছেন হাসিবুল হোসেন শান্ত, মেহরাব হোসেন অপি, আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নুর সাবেক তারকারাও। শহীদ জুয়েল একাদশে রাখা হয়েছে সাবেক অধিনায়ক রকিবুল হাসানকে।
একই দলের হয়ে খেলবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমন। দলটিতে আছেন খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক ও শাহরিয়ার নাফিসও।
![promotional_ad](https://cricfrenzy.com/public/storage//advertisements/89bdd065-6293-4dbe-9886-1306f11ad343.jpg)
শহীদ মুশতাক একাদশ-
হান্নান সরকার, ফাহিম মুনতাসির সুমিত, গাজী আশরাফ হোসেন লিপু, হাসানুজ্জামান ঝড়ু, হাসিবুল হোসেন শান্ত, আব্দুর রাজ্জাক, সাইদুল ইসলাম ইফি, মাহমুদুল হাসান রানা, আকরাম খান, মেহরাব হোসেন অপি, মিনহাজুল আবেদিন নান্নু, মোহাম্মদ আলি, মুশফিকুর রহমান বাবু, নাজমুল হোসেন ও সাজ্জাদ আহমেদ শিপন।
শহীদ জুয়েল একাদশ-
রকিবুল হাসান, এহসানুল হক সিজান, এনামুল হক মনি, ফয়সাল হোসেন ডিকেন্স, হাবিবুল বাশার সুমন, হারুন উর রশিদ লিটন, জাভেদ ওমর বেলিম গোল্লা, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ রফিক, নিয়ামুর রশিদ রাহুল, সেলিম শাহেদ, সানোয়ার হোসেন, শাহরিয়ার নাফিস ও তালহা জুবাইর।