রনির সেঞ্চুরির ম্যাচেও হারল ঢাকা, রুয়েলের ৬ উইকেট
ছবি: সংগৃহীত
পাঁচ উইকেটে ২০৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বরিশাল। বাকি ৩৪ রান তুলতেই অবশিষ্ট পাঁচটি উইকেট হারায় তারা। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মঈন খান ও রুয়েলকে বোল্ড করে বিদায় করেন সালাহউদ্দিন শাকিল।
মঈন ৪০ এবং রুয়েল ১ রানে বিদায় নেন। এই দুই উইকেটের মাঝে সোহাগ গাজীকে শূন্য রানে বিদায় করেন সুমন খান। বরিশালের শেষ দুটি উইকেট নেন মোসাদ্দেক হোসেন সৈকত। ২৪১ রানে থামে বরিশালের ইনিংস।
২২০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম দশ ওভারে শুধু জিশান আলমের উইকেট হারায় ঢাকা। কিন্তু ১১তম ওভার থেকে বিশ ওভারের মধ্যে আরও চার উইকেট। শেষ পাঁচটি উইকেট হারায় ৩৮.২ ওভারের মধ্যে।
ঢাকার ব্যাটারদের আসা যাওয়ার মাঝে ব্যস্ত রাখেন রুয়েল। ঢাকার হয়ে সর্বোচ্চ ৩৭ রান করা রনি তালুকদারকে বোল্ড করে বিদায় করেন তিনি। রানের খাতা খোলার আগে সেই ওভারে আহরার আমিন পাইনকেও বিদায় করেন তিনি।
রুয়েলের সঙ্গে পাল্লা দিয়ে যোগ দেন মোজাম্মেল হাসান শাকিলও। শেষ পর্যন্ত ৯৮ রানে অলআউট হয় দলটি। ২১ রান আসে আরিফুল ইসলাম। ১৭ রান করেন তাইবুর রহমান। এ ছাড়া দুই অঙ্কে পৌঁছাতে পারেননি আর কেউই। প্রথম ইনিংসে ২৮৯ রান করে বরিশাল, জবাবে রনি তালুকদারের সেঞ্চুরিতে ৩১০ রান করে ঢাকা।