হিন্দু মহাসভার হুমকি উপেক্ষা করে কানপুরেই হবে ভারত–বাংলাদেশ দ্বিতীয় টেস্ট

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মাহমুদউল্লাহর প্রতি বিসিবির কৃতজ্ঞতা, সতীর্থদের স্মৃতিচারণ আর শ্রদ্ধা
১ ঘন্টা আগে
চলতি মাসেই ভারত সফরে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে সেই সিরিজকে ঘিরে রয়েছে হামলার আশঙ্কা। প্রথম টেস্ট চেন্নাইয়ের মাঠে অনুষ্ঠিত হলেও দ্বিতীয় টেস্ট হওয়ার কথা কানপুরে। আর কানপুরেই বাংলাদেশ ভারত ম্যাচে হামলার হুমকি দিয়েছে আখিল ভারত হিন্দু মহাসভা নামের এক ধর্মভিত্তিক সংগঠন। তাই শঙ্কা ছিলো বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে।
তবে ভেন্যু পরিবর্তন কিংবা সিরিজ পিছিয়ে দেয়ার কথা একেবারেই ভাবছেনা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বরং নিরাপত্তা জোরদার করা হচ্ছে কানপুর টেস্টকে ঘিরে। সম্প্রতি ভারতের অন্যতম জনপ্রিয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে'তে এমনই এক প্রতিবেদন প্রকাশ করা হয়।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে জানায়, দ্বিতীয় টেস্ট বানচাল করার হুমকিকে গুরুত্ব দিচ্ছেন না বোর্ড। তবে নিরাপত্তা নিয়ে কথা বলা হচ্ছে পুলিশের সঙ্গে, ‘আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি। সূচি অনুযায়ী ম্যাচ আয়োজন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হচ্ছে। দু’দলের টেস্ট ম্যাচ আয়োজনের জন্য স্টেডিয়ামও সম্পূর্ণ প্রস্তুত।’
স্মিথ ও ফিলিপসকে পেছনে ফেলে ফেব্রুয়ারির মাসসেরা গিল
১৬ ঘন্টা আগে
শুধু কানপুর ঘিরেই নয়, বাকি ভেন্যুগুলোতেও সমান নজর রাখা হচ্ছে বিসিসিআইয়ের পক্ষ থেকে, ‘আমরা এখান থেকে ম্যাচ সরানোর কথা ভাবছিই না। কানপুরেই খেলা হবে। তবু আমরা পরবর্তী পরিস্থিতির দিকেও নজর রাখব। কানপুরের পাশাপাশি আর একটি ভেন্যুর দিকেও নজর রাখা হচ্ছে।’
চেন্নাই এবং কানপুর টেস্টের পরই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৬ অক্টোবর ১ম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতের মধ্যপ্রদেশের শহর গোয়ালিয়রে। এই প্রথম টি-টোয়েন্টি ম্যাচ নিয়েই এসেছিলো প্রথম হুমকি।
গোয়ালিয়রের ম্যাচটি বাতিল না করলে পিচ কুপিয়ে নষ্ট করার হুমকি দিয়েছিলেন হিন্দু মহাসভার ভাইস প্রেসিডেন্ট জাভিয়ের ভরদ্বাজ। কিছুদিন আগে ভরদ্বাজ সংবাদ সংস্থা পিটিআইকে বলেছিলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর নৃশংসতা চালানো হয়েছে, মন্দির ভাঙা হয়েছে। এ কারণে হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে, গোয়ালিয়রে ভারত–বাংলাদেশ ম্যাচে প্রতিবাদ জানানো হবে।
সেই হুমকিতেও খুব একটা কান দেয়নি বিসিসিআই। সেকারণেই পরবর্তীতে কানপুর টেস্ট নিয়ে হুমকি আসে হিন্দু মহাসভার পক্ষ থেকে। কিন্তু এবারো তাদের সেই হুমকিকে বুড়ো আঙ্গুল দেখালো বিসিসিআই।