ইসলামাবাদে বৃষ্টি, পরিত্যক্ত প্রথম দিনের খেলা

ছবি: পিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি, পাকিস্তানের গণমাধ্যমের পাশাপাশি আবহাওয়াও দিচ্ছে এমন বার্তা। রাওয়ালপিন্ডি টেস্ট হবে নাকি হবে না এমন প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে তখন রাজধানী ইসলামাবাদ ভেসে গেছে বৃষ্টিতে।
রাওয়ালপিন্ডি থেকে ২৫ কিলোমিটার দূরত্বের শহর ইসলামাবাদে সকাল থেকেই বৃষ্টি হয়েছে। লম্বা সময় ধরে বৃষ্টি হওয়ায় ভেজা আউটফিল্ডের কারণে পাকিস্তান শাহীনস ও বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় চারদিনের ম্যাচের প্রথম দিনের খেলা শুরু করা সম্ভব হয়নি।

যার ফলে ইসলামাবাদ ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে মঙ্গলবার মধ্যাহ্ন বিরতির কিছুক্ষণ পরই পরিত্যক্ত ঘোষণা করা হয় প্রথম দিনের খেলা। ২১ আগষ্ট স্থানীয় সময় সকাল ৯ টা ১৫ মিনিটে টস অনুষ্ঠিত হবে। প্রথম দিন ভেস্তে যাওয়ায় বাকি তিনদিন ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সকাল ৯ টা ৪৫ মিনিটে।
পাকিস্তান শাহীনস ও বাংলাদেশ ‘এ’ দলের প্রথম চারদিনের ম্যাচেও হানা দিয়েছিল বৃষ্টি। এমন অবস্থায় প্রথম দিনের অর্ধেকই সময়ই মাঠে খেলা গড়ায়নি। দ্বিতীয় দিন পুরো ৮৮ ওভার খেলা হলেও তৃতীয় দিনে এসে বাগড়া দেয় বেরসিক বৃষ্টি। যার ফলে সেদিন একটি বলও মাঠে গড়ায়নি।
শেষ দিনে এসেও বৃষ্টিকে সঙ্গে নিয়েই খেলতে হয়েছে তাদের। ৩৬০ ওভার খেলা হওয়ার থাকলেও প্রথম চারদিনের ম্যাচে সর্বসাকুল্যে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটাররা খেলার সুযোগ পেয়েছিলেন মোটে ১৭৩.৫ ওভার। এবার দ্বিতীয় চারদিনের ম্যাচের প্রথমদিনও গেল বৃষ্টির পেটেই।