টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে মেলবোর্নে বিশেষ ম্যাচ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ায় ‘বাজবল’ ঝুঁকিপূর্ণ হবে, দাবি ওয়ার্নারের
১৫ মার্চ ২৫
২০২৭ সালে টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তি হবে। ক্রিকেটের সবচেয়ে অভিজাত এই সংস্করণের অসাধারণ মাইলফলকটি স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। ২০২৭ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বিশেষ একটি টেস্ট ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচটি হয়েছিল ১৮৭৭ সালে। মেলবোর্নের মাটিতেই সেদিন মুখোমুখি হয় অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। ঘটা করে অবশ্য ক্রিকেটের সূচনা হয়নি। তাই ওই ম্যাচের পরিচয় তখন টেস্ট ক্রিকেট ছিল না।

জেমস লিলিহোয়াইটের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল অস্ট্রেলিয়া সফরে গিয়ে তাদের সঙ্গে দুটি ম্যাচ খেলেছিল। সেখান থেকেই অবশ্য আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেটের সূচনা ধরা হয়। সেই ম্যাচে অস্ট্রেলিয়া জিতে ৪৫ রানে।
কোনো ঘোষণা দিচ্ছি না, আমি খেলা চালিয়ে যাব: কোহলি
১৩ ঘন্টা আগে
১৯৭৭ সালে টেস্ট ক্রিকেটের একশ বছর পূর্তি হয়। সেদিনও এরকম বিশেষ একটি ম্যাচ আয়োজন করা হয়েছিল। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সেই ম্যাচের ভেন্যুও ছিল যথারীতি এমসিজি। কাকতালীয়ভাবে শতবর্ষী পূর্তি টেস্টেও ৪৫ রানে জিতে অস্ট্রেলিয়া।
২০২৭ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। যদিও ব্যস্ত সূচিতে ১৫০ বছর পূর্তি টেস্টের জন্য বাংলাদেশ সিরিজকে জায়গা দেয়া কঠিন হয়ে গেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার জন্য।
অস্ট্রেলিয়ার গণমাধ্যম বলছে এই সিরিজটি তারা পরে আয়োজন করার কথাও ভেবেছিল। কিন্তু আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় সিরিজটি ২০২৭ সালের জুনের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা আছে। এ কারণে বিকল্প চিন্তা করতে হচ্ছে সিএ কে।