অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ডিকওয়েলা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রীড়া জগতে ডোপিংকে বড় ধরনের অপরাধ হিসেবেই গণ্য করা হয়। এবার ডোপ-বিরোধী নীতিমালা ভঙ্গের দায়ে অনির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ হয়েছে নিরোশান ডিকওয়েলা।
শ্রীলঙ্কার এই উইকেটকিপার-ব্যাটসম্যানকে শুক্রবার নিষিদ্ধ ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। তাৎক্ষণিকভাবে তার নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে বলেও জানানো হয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ডের বিবৃতিতে।

বিভিন্ন সিরিজ বা টুর্নামেন্টের আগে নিয়মিতভাবে ক্রিকেটারদের ডোপিং টেস্ট করানো হয়। এরই ধারাবাহিকতায় গত মাসে শেষ হওয়া লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) চলাকালে ক্রিকেটারদের একটি ডোপ পরীক্ষা করানো হয়।
সেই পরীক্ষাতেই ব্যর্থ হয়েছেন ডিকওয়েলা। তার বিরুদ্ধে তদন্ত চলবে ফলে তাকে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে দূরে থাকতে হবে। সর্বশেষ এলপিএলে গল মার্ভেলসকে নেতৃত্ব দিয়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার।
সাম্প্রতিক সময়ে ডিকওয়েলা শ্রীলঙ্কা জাতীয় দলে খুব একটা নিয়মিত নন। তিনি লঙ্কানদের হয়ে সর্বশেষ ২০২৩ সালের মার্চে মাঠে নেমেছেন। চলতি বছরের শুরুতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও কোনো ম্যাচে খেলা হয়নি তার।
এর আগেও বেশ কয়েকবার নেতিবাচক কারণে সংবাদের শিরোনাম হয়েছেন ডিকওয়েলা। ২০২১ সালের করোনা পরিস্থিতির সময় বায়ো বাবল ভেঙে শ্রীলঙ্কার তিন ক্রিকেটার নিষিদ্ধ হয়েছিলেন। এর মধ্যে ছিলেন তিনিও।