উইলিয়ামসনের মতো কনওয়েকেও কেন্দ্রীয় চুক্তিতে রাখল নিউজিল্যান্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

হেনরি-কনওয়ের সৌজন্যে সহজ জয় পেল নিউজিল্যান্ড

১৯ জুলাই ২৫
ডেভন কনওয়ে (বামে) ও রাচিন রবীন্দ্র (ডানে), ফাইল ফটো

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এএনজেড) কেন্দ্রীয় চুক্তি থেকে আরও আগেই সরে গিয়েছিলেন ডেভন কনওয়ে ও ফিন অ্যালেন। এবার চুক্তিতে না থেকেও থাকছেন কনওয়ে। তার সঙ্গে একটি অনিয়মিত চুক্তিতে রাজি হয়েছে এএনজেড। তবে বোর্ডের প্রস্তাব পুরোপুরিভাবেই ফিরিয়ে দিয়েছেন আরেক ওপেনার ফিন অ্যালেন।


কেন উইলিয়ামসনের মতোই নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন কনওয়ে। এবারের মৌসুমে কিউইদের হয়ে নয়টি টেস্টেই দেখা যাবে এই উইকেটরক্ষককে। আপাতত শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলতে প্রস্তুত কনওয়ে।


promotional_ad

একইসঙ্গে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে দেখা যাবে তাকে। এ ছাড়া পাকিস্তানের মাটিতে সাউথ আফ্রিকা, পাকিস্তানকে নিয়ে আয়োজিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজেও খেলবেন কনওয়ে। এর বাইরে সাদা বলের কোনও সিরিজে দেখা যাবে না তাকে।


আরো পড়ুন

জিম্বাবুয়ের টেস্ট দলে ফিরলেন রাজা-কারান

৫ ঘন্টা আগে
টেস্ট দলে ফিরলেন সিকান্দার রাজা, ফাইল ফটো

বাঁহাতি এই ব্যাটার বলেন, 'প্রথমেই নিউজিল্যান্ড ক্রিকেটকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ। কেন্দ্রীয় চুক্তিতে না থাকার সিদ্ধান্তকে হালকাভাবে দেখার সুযোগ নেই৷ তবে আমার এবং আমার পরিবারের কাছে এটাই সেরা সিদ্ধান্ত মনে হয়েছে।'


'ব্ল্যাকক্যাপদের হয়ে খেলা আমার জন্য যেকোন কিছুর চেয়ে মূল্যবান এবং দেশের হয়ে খেলা ও ম্যাচ জেতা নিয়ে আমিই খুবই উদগ্রীব। টেস্ট স্কোয়াডে থাকতে পেরে আমি রোমাঞ্চিত যেটা আবার আইসিসি চ্যাম্পিয়নশিপের অংশ এবং আমি সামনের দিকে ফেব্রুয়ারিতে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে তাকিয়ে আছি যদি সুযোগ পাই।'


মূলত ফ্য্যাঞ্চাইজি ক্রিকেটে বাড়তি মনোযোগ দেয়ার কারণে জাতীয় দলের চুক্তিতে পুরোপুরি সময়ের জন্য নেই কনওয়ে-উইলিয়ামসনরা। তবে অ্যালেন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য বোর্ডের দেয়া প্রস্তাবে রাজি হননি। নিউজিল্যান্ডের হয়ে ক্ষেত্রবিশেষে তাকে খেলতে দেখা যাবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball