‘নিজেদের সেরা কৌশল এখনও খুঁজে পাইনি’, বাংলাদেশ সিরিজের আগে মাসুদ

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গত জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরের পর আর টেস্ট খেলেনি পাকিস্তান। সাদা পোশাকে লম্বা বিরতির পর বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে দলটি। ২১ আগস্টের এই সিরিজের আগে নিজেদের কিছু সমস্যার কথা তুলে ধরেছেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ।


ঘরের মাঠে খেলার কৌশল এখনো খুঁজে পায়নি তার দল, এমনটাই বলছেন পাকিস্তানের সাদা পোশাকের এই অধিনায়ক। টেস্টে সর্বশেষ তিনটি হোম সিরিজে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচও জিততে পারেনি তারা। এটা নিয়েই চিন্তিত মাসুদ।


promotional_ad

তিনি বলেন, ‘আমরা ২০১৯ সাল থেকে ঘরের মাঠে খেলছি, অন্য দলগুলো তো আরও বেশি সময় ধরে ঘরের মাঠে খেলছে। নিজেদের মাঠে আমাদের কৌশল কী হবে, সেটা এখনো আমরা ঠিক করতে পারিনি।’


‘একেবারে সত্যি কথা যদি বলি, ঘরের মাঠে যেহেতু ভিন্ন ভিন্ন দলের সঙ্গে ভিন্ন ভিন্ন সময়ে খেলেছি, আমরা এখনো নিজেদের সেরা কৌশল খুঁজে নিতে পারিনি, যে কৌশল আমাদের ব্যাটিং, বোলিং ও আমাদের খেলার ধরনের সঙ্গে যায়। এই কৌশলটা আমাদের খুব দ্রুতই খুঁজে বের করতে হবে। দল হিসেবে জিতব কীভাবে, সেটা জানতে হবে। কোন কন্ডিশনে আমাদের সঙ্গে বেশি মানানসই; কীভাবে শুধু লড়াই করার চিন্তা নয়, প্রতিপক্ষের বিপক্ষে আমরা চালকের আসনে বসতে পারব, সেটা ভাবতে হবে।’


মাসুদের বিশ্বাসে কিছুটা ঘাটতি থাকলেও দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী জেসন গিলেস্পি। তার অধীনে এটিই পাকিস্তানের প্রথম সিরিজ। বর্তমান পাকিস্তান দলের সামর্থ্য আশা দেখাচ্ছে অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে।


তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের দল সব বিভাগেই দারুণ। পেস বোলিং, স্লোয়ার বোলিং, কিংবা বাউন্সি উইকেট, যেখানে পেসাররা সহায়তা পায় বা ধীরগতির উইকেট, সবখানেই। আমাদের আসলে নমনীয় ও মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হবে। আমরা কীভাবে খেলতে চাই তার একটা পরিকল্পনা নিশ্চিতভাবে দ্রুতই পেয়ে যাব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball