পিসিবির বড় পদ গ্রহণের প্রস্তাব পেয়েও ওয়াসিম আকরামের ‘না’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘দুবাইয়ের বাইরে খেললেও ভারত চ্যাম্পিয়ন হতো’, একই মত গাভাস্কার-আকরামদের
১২ মার্চ ২৫
জাতীয় ক্রিকেট দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটাতে কিছুটা পরিবর্তনের কথা ভাবছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি। এ কারণে প্রশাসনিক দায়িত্ব নিজের হাতে রেখে ক্রিকেট সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করার জন্য ওয়াসিম আকরামকে প্রস্তাব দেন তিনি।
অর্থাৎ পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদের জন্যই ওয়াসিম আকরামকে প্রস্তাব দেয় দেশটির ক্রিকেট বোর্ড। মূলত নকভির উপদেষ্টা হিসেবে কাজ করার সুযোগ ছিল তার সাম???ে। যদিও গুরুত্বপূর্ণ এই পদ গ্রহণের প্রস্তাবটি নাকচ করে দেন ওয়াসিম।

এই প্রস্তাবে 'না' বলার পছনে ব্যক্তিগত কারণ দেখান ওয়াসিম। বর্তমানে স্থায়ীভাবে পাকিস্তানের করাচিতে বাস করেন ওয়াসিম। পারিবারিক কারণে তাকে বেশীরভাগ সময়ই অস্ট্রেলিয়া যেতে হয়। পিসিবির সি.ই.ও হলে তাকে থাকতে হবে লাহোরে।
৮০৪ নম্বর টুপি পরায় আমেরের শাস্তি
৯ ঘন্টা আগে
তার পক্ষে সেখানে নিয়মিত থাকা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন ওয়াসিম। তবে দায়িত্ব গ্রহণ না করলেও পাকিস্তানকে সবসময় সহযোগিতার আশ্বাস দেন তিনি। এমনকি আর্থিক বিনিময় ছাড়াই পিসিবির হয়ে কাজ করার কথা জানান তিনি।
এদিকে ওয়াসিম 'না' করার কারণে বিকল্প খুঁজছে পিসিবি। আরেক সাবেক ক্রিকেটার ওয়াকার ইউনুসের সঙ্গে কথা বলেছে সংস্থাটি। ওয়াকার ইউনুসও অস্ট্রেলিয়াতেই থাকেন। যদিও তিনি লাহোরে ফেরত আসার ইচ্ছে প্রকাশ করেছেন।
পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব ছাড়াও নকভির বর্তমানে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। দুটি বড় দায়িত্ব একসঙ্গে তার জন্য পালন করা কঠিন। যার কারণে নিজের চারপাশে ক্রিকেটের অভিজ্ঞ কাউকে চান তিনি।