শিরোপা হাতে ভারতের উল্লাস, ফাইল ফটো

‘দুবাইয়ের বাইরে খেললেও ভারত চ্যাম্পিয়ন হতো’, একই মত গাভাস্কার-আকরামদের

হাইব্রিড মডেলে হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত নিজেদের সব ম্যাচ খেলেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। যেখানে অন্যদলগুলো দুবাই-পাকিস্তান মিলিয়ে খেলতে হয়েছে। এমনকি ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে স্বাগতিক পাকিস্তানকেও দুবাই যেতে হয়েছিল। এক্ষেত্রে ভারত বাড়তি সুবিধা পেয়েছে বলে মন্তব্য করেছে ক্রীড়া সংশ্লিষ্ট অনেকেই। নানান সমালোচনার পর গৌতম গম্ভীর, রোহিত শর্মারা এর জবাব দিয়েছেন স্বপক্ষে থেকেই। যদিও ভারতের পেসার মোহাম্মদ শামি উল্লেখ করেছেন, বাড়তি সুবিধা পাচ্ছেন তারা। আসর শেষেও যেন এই বিতর্ক থামছে না। এবার সুনীল গাভাস্কার বললেন, দুবাইয়ের বাইরে খেললেও শিরোপা জিততো ভারত। এই কথায় সহমত পোষণ করেছেন ওয়াসিম আকরাম।
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক