সুপার ওভারে বোলিং করবেন- বিশ্বাসই হচ্ছিল না ওয়াশিংটনের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২৮ রানে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ হার
১৪ ফেব্রুয়ারি ২৫
শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর শেষ ম্যাচটি জিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে ভারত। সুপার ওভারে গড়ানো ম্যাচটিতে দারুণ নেতৃত্ব দিয়েছেন সূর্যকুমার যাদব। সুপার ওভারে দল জিতিয়ে উচ্ছাস প্রকাশ করেছেন ওয়াশিংটন সুন্দর।
১৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ দুই ওভারে শ্রীলঙ্কার জয়ের জন্য দরকার ৯ রান। এমন সময় হঠাৎই স্পিন সহায়ক উইকেটে বল করতে আসেন রিঙ্কু সিং। নিজের দ্বিতীয় বলেই ৪৬ রানে ব্যাট করা কুশল পেরেরাকে আউট করেন তিনি। এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়।

শেষ ওভারেও বল হাতে ছিল চমক। মোহম্মদ সিরাজের এক ওভার বাকি থাকলেও, বল হাতে তুলে নেন অধিনায়ক সূর্যকুমার নিজে। ছয় রান ডিফেন্ড করে দলকে জেতাতে না পারলেও, মাত্র পাঁচ রান খরচ করে ম্যাচ সুপার ওভারে নিয়ে যান তিনি। নেন দুই উইকেটও।
এরপর সুপার ওভারে ওয়াশিংটন সুন্দরের দুরন্ত বোলিং। পরপর দুই বলে আউট কুশল পেরেরা এবং পাথুম নিশাঙ্কা। ছয়টা বলও পুরো খেলতে পারেনি শ্রীলঙ্কা। মাত্র তিন রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম বলেই চার মেরে ভারতকে ম্যাচ জিতিয়ে দেন সূর্যকুমার।
সুপার ওভারে বল হাতে অনবদ্য পারফর্ম করা সুন্দর বলেন, 'সূর্য দারুণ কাজ করেছে। তার নেতৃত্বগুণ দারুণ। সে চিন্তা করেছে এমন অবস্থায় ???দি আরও স্পিনারদের বোলিং করানো যায় তাহলে আমাদের জয়ের সম্ভাবনা বেশি। সে এক বা দুটি অপশন বেছে নিয়েছে। এটা আমাদের কাজে দিয়েছে। ব্যাটার হিসেবে সে বড় হৃদয় নিয়েই খেলতে যায়, নেতা হিসেবেও তার হৃদয় বেশ বড়।'
'সত্যি বলতে আমার ধারণাই ছিল না যে আমি বোলিং করব। ব্যাটাররা যখন মাঠে নামল, তখন সে পেছনে ফেরে আমাকে বলল, ওয়াশি বল করো। সত্যি বলতে আমি অনেক খুশি হয়েছিলাম। যখন অধিনায়ক এমন কঠিন পরিস্থিতিতে আপনাকে দিয়ে বোলিং করাতে চায়, সুপার ওভারে! সামনে এগিয়ে যাওয়ার জন্য এবং দেশকে জেতানোর জন্য এটা আমার জন্য দারুণ এক সুযোগ।
সৃষ্টিকর্তাকে ধন্যবাদ সব ঠিকঠাক হয়েছে।'