promotional_ad

রোহিতকে আমি অধিনায়ক বানিয়েছি, এটা সবাই ভুলে গেছে: সৌরভ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারতের কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন আইয়ার-কিশান, শীর্ষে কোহলি-রোহিত

২২ ঘন্টা আগে
ফাইল ছবি

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি থাকার সময় রোহিত শর্মাকে ভারতের অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেন সৌরভ গাঙ্গুলি। ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর অনেকেই সেটা ভুলে গেছে বলে মনে করেন সৌরভ।


২০২১-২২ মৌসুমে বিরাট কোহলিকে ভারতের নেতৃত্ব থেকে সরিয়ে দিয়ে চাপে পড়েছিলেন সৌরভ। সাবেক ক্রিকেটার, ভারতের গণমাধ্যমসহ দেশটির সমর্থকদের কেউই সেটা মেনে নিতে পারেননি।


promotional_ad

এর মধ্যে কোহলি দাবি করেছিলেন, নেতৃত্ব থেকে সরানোর ব্যাপারে তার সঙ্গে আলোচনাও করেনি বিসিসিআই। অপরদিকে সৌরভ এবং বিসিসিআইয়ের কর্মকর্তারা দিচ্ছিলেন ভিন্ন মত। এমন কাঁদা ছোঁড়াছুঁড়ির মধ্য দিয়ে কোহলির ভক্তরা আঙুল তুলছিলেন সৌরভের দিকেই।


আরো পড়ুন

আইয়ারকে সব ফরম্যাটে দেখতে চান সৌরভ

২৬ মার্চ ২৫
অভিষেকেই ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলেন শ্রেয়াস আইয়ার, ফাইল ফটো

এই ঘটনা স্মরণ করে সৌরভ বলেন, 'আমি যখন রোহিত শর্মাকে ভারতীয় দলের অধিনায়ক করেছিলাম, তখন সবাই আমার সমালোচনা করেছিল। এখন যখন রোহিত শর্মার নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে,... তখন সবার মুখ বন্ধ হয়েছে। আসলে, আমি মনে করি সবাই ভুলে গেছে যে, আমিই তাকে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছিলাম।'


এদিকে বিসিসিআইয়ের সভাপতিত্ব ছাড়ার পর আইপিএলে দিল্লি ক্যাপিটালসের মেন্টর বা পরামর্শক হিসেবে যোগ দেন সৌরভ। সম্প্রতি দিল্লির হেড কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রিকি পন্টিং। দলটির জন্য নতুন কোচ খুঁজছেন সৌরভ।


তিনি বলেন, 'আমি পরবর্তী আইপিএলের জন্য পরিকল্পনা করছি। আমি চাই দিল্লি ক্যাপিটালস এবার জিতুক। আমি একজন ভারতীয়কে প্রধান কোচ হিসেবে নিয়োগের বিষয়ে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলব। আমি হেড কোচ হিসাবে নতুন খেলোয়াড় আনব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball