promotional_ad

ইংল্যান্ডকে হারানোর সুযোগ না পেয়ে হতাশ স্কটল্যান্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অস্ট্রেলিয়ায় ‘বাজবল’ ঝুঁকিপূর্ণ হবে, দাবি ওয়ার্নারের

১৫ মার্চ ২৫
ধারাভাষ্যের সময় ওয়ার্নার, ক্রিকেট অস্ট্রেলিয়া

বৃষ্টির কারণে ইংল্যান্ড বনাম স্কটল্যান্ডের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। পুরো ম্যাচ না হওয়ায় যারপরনাই হতাশ স্কটল্যান্ড। দলটির অধিনায়ক রিচি বেরিংটনের মতে, পুরো ম্যাচ হলে বিশ্বচ্যাম্পিয়ন ইংলিশদের হারাতে পারত তারা।


ম্যাচটিতে বেশ কয়েকবার বৃষ্টি হানা দিতে থাকায় শেষ পর্যন্ত আর খেলা চালাতে পারেননি আম্পায়াররা। ফলে এই দুই দলের পয়েন্ট ভাগাভাগি হয়েছে। বৃষ্টির কারণে শুরুতেই ম্যাচ পিছিয়ে যায় ৫৫ মিনিট। টস জিতে ব্যাটিং বেছে নেয় স্কটল্যান্ড।



promotional_ad

তারপর ৬.২ ওভার হওয়ার পর আবারও নামে বৃষ্টি। ততক্ষণে স্কটল্যান্ড সংগ্রহ করে বিনা উইকেটে ৫১ রান। এরপর দুই ঘণ্টা ধরে আবারও বৃষ্টি হয়। বৃষ্টি থামলে দুই দলের জন্য দশ ওভার করে খেলা চালানোর সিদ্ধান্ত নেয় আম্পায়াররা।


আরো পড়ুন

গলফ, ক্রিকেট এবং গ্রে নিকোলসের চাকরিজীবী মানজি

৫ জানুয়ারি ২৫
গলফার হওয়ার স্বপ্ন থাকলেও ১৬ বছর বয়সে গলফ ছেড়ে ক্রিকেটে ক্যারিয়ার গড়েন জর্জ মানজি

এরপর দশ ওভারে বিনা উইকেটে ৯০ রান সংগ্রহ করে দলটি। ৩১ বলে অপরাজিত ৪১ রান করেন দলটির ওপেনার জর্জ মানজি। অপরদিকে মাইকেল জোনস ৩০ বলে অপরাজিত থাকেন ৪৫ রানে। বৃষ্টি আইনে ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়িয়েছিল ১০ ওভারে ১০৯ রান। যদিও তুমুল বৃষ্টির কারণে এরপর ম্যাচটি আর মাঠে গড়ায়নি।


ম্যাচ শেষে হতাশ হয়ে বেরিংটন বলেন, 'আমার মতে, নিশ্চিতভাবেই আমাদের একটি সুযোগ ছিল। আবহাওয়ার কারণে পিচের ওপর কেমন প্রভাব পড়ে সেটি দেখতে পাওয়া দারুণ হতো। কারণ যেমনটা আশা করেছিলাম, কিছুটা অসম বাউন্স ছিল। আমরা যদি বোলিং ও ফিল্ডিং ভালো করতাম, নিশ্চিতভাবেই (ইংল্যান্ডকে হারানোর) সুযোগ থাকত।'



'পুরো ম্যাচ না হওয়ায় আমার মতে, সবাই হতাশ। অন্তত কিছু ইতিবাচক দিক আছে নেওয়ার মতো। যে দুজন মাঠে নেমেছিল, খুব ভালো খেলেছে। ক্রিজে ভালো সময় কাটিয়েছে, সামনে এটি আমাদের কাজে লাগবে। তবে এখানে পুরো ম্যাচ খেলতে না পারায় আমরা হতাশ।'


এদিকে এই ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো ইউরোপিয়ান দেশের বিপক্ষে এখনও জেতা হলো না ইংল্যান্ডের। এর আগে জেতেনি আয়ারল্যান্ড, নেদারল্যান্ডসের পর এবার তাদের প্রতিপক্ষ ছিল স্কটল্যান্ড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball