আইপিএলের সময় আন্তর্জাতিক ক্রিকেট চান না বাটলার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রিয় বন্ধু বাটলারের জন্য আইপিএলের নিয়ম বদলে ফেলতেন স্যামসন
১২ মার্চ ২৫
পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজটি খেলার জন্য আগেভাগেই আইপিএল ছেড়েছেন জস বাটলার-ফিল সল্টরা। এ নিয়ে চলছে সমালোচনা। ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়ক হওয়ায় সিরিজটি খেলার জন্য আইপিএল ছেড়ে না আসার উপায় ছিল না বাটলারের। এই উইকেটরক্ষকের চাওয়া, আগামীতে যেন আইপিএলের সময় আন্তর্জাতিক ক্রিকেট একেবারেই না থাকে!
টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে এই সংস্করণে পাকিস্তানের বিপক্ষে চার ম্যাচের সিরিজ খেলবে ইংল্যান্ড। এ কারণে বিশ্বকাপের প্রাথমিক দলে থাকা খেলোয়াড়দের আইপিএল থেকে উড়িয়ে নিয়ে গেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ফলে প্লে-অফে ওঠা রাজস্থান রয়্যালস পাচ্ছে না বাটলারকে। একইভাবে কলকাতা নাইট রাইডার্স পাচ্ছে না ওপেনার সল্টের সার্ভিস। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা হচ্ছে না উইল জ্যাকস এবং রিস টপলির।
অস্ট্রেলিয়ায় ‘বাজবল’ ঝুঁকিপূর্ণ হবে, দাবি ওয়ার্নারের
১৫ মার্চ ২৫
জাতীয় দলের হয়ে খেলানোর জন্য ইসিবির এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন বাটলার। তবে আইপিএলের সঙ্গে আন্তর্জাতিক সূচির সংঘর্ষ বেঁধে যাওয়ায় কিছুটা হতাশ বাটলার। তার মনে, আইপিএলের সঙ্গে কোনোভাবেই আন্তর্জাতিক সূচির সংঘর্ষ হওয়া উচিত নয়।
তিনি বলেন, ‘দেখুন, ইংল্যান্ড অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের হয়ে খেলাই আমার কাছে অগ্রাধিকার পায়। ব্যক্তিগতভাবে মনে করি, আইপিএলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট (সূচি) সাংঘর্ষিক হওয়া অনুচিত। এই ম্যাচগুলোর সূচি হয়েছে দীর্ঘদিন আগেই। তবে অবশ্যই বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে খেলা এবং পারফর্ম করাই সবার অগ্রাধিকার পাবে। আমার কাছে মনে হয়, এটাই সেরা প্রস্তুতি।’
আইপিএলের এলিমিনেটর ম্যাচে রাতে বেঙ্গালুরুর মুখোমুখি হবে রাজস্থান। এই ম্যাচেও বাটলারকে মিস করতে পারে রাজস্থান। কেননা সর্বশেষ গ্রুপ পর্বের দুটি ম্যাচে টম কোহলার–ক্যাডমোরকে দিয়ে ওপেন করিয়ে সাফল্য পায়নি দলটি।