প্রথমবারের মতো পাকিস্তান সফরে যাচ্ছে আয়ারল্যান্ড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আয়ারল্যান্ডকে সিরিজে ফেরালেন স্টার্লিং ও ক্যাম্ফার
১৬ ফেব্রুয়ারি ২৫
তিনটি টি-টোয়েন্টি এবং সমানসংখ্যক ওয়ানডে খেলতে আগামী বছর আগস্ট–সেপ্টেম্বরে প্রথমবারের মতো পাকিস্তান সফরে যাচ্ছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। গতকাল রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড।
ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটের এই দুটি সিরিজ আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনার অন্তর্ভুক্ত। বর্তমানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আয়ারল্যান্ডে অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল।

সেখানেই এই সিরিজ নিয়ে ক্রিকেট আয়ারল্যান্ডের সঙ্গে আলোচনা সেরেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্রিকেট আয়ারল্যান্ড প্রকাশিত সেই বিজ্ঞপ্তিতে অবশ্য সিরিজের তারিখ, সময় ও ভেন্যুর বিষয়ে কিছুই বলা হয়নি।
পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে ক্যারিয়ারসেরা র্যাঙ্কিংয়ে ডাফি
৪৫ মিনিট আগে
ক্রিকেট আয়ারল্যান্ড বলেছে, ‘বিশদ আলোচনার পর আগামী বছরের সফরের ব্যাপারে দুই বোর্ড সম্মত হয়েছে, ২০২২ সালের নারী দলের পাকিস্তান সফরের পর এটি আরেকটি ঐতিহাসিক সফর হতে যাচ্ছে।’
এদিকে পিসিবি তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজও খেলবে তারা। যদিও ইএসপিএন ক্রিকইনফোর খবর, বিবৃতি দিলেও পিসিবি এমন টেস্ট সিরিজ নিশ্চিতের বিষয়টি অস্বীকার করেছে!
এর আগে পিসিবি বিজ্ঞপ্তিতে বলেছিল, ‘ক্রিকেট আয়ারল্যান্ড চেয়ারম্যান বলেছেন, আইরিশ দল আগামী বছর আগস্ট–সেপ্টেম্বরে পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে যাবে, নারী দলও পাকিস্তানে যেতে পারে কি না, সেটির সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে।’