‘যা যা আশা করেছিলাম, তার কাছাকাছি যেতে পেরেছি’

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সন্তুষ্ট শান্ত
১৭ মার্চ ২৫
অধিনায়ক নাজমুল হোসেন শান্তর আত্মতৃপ্তি দিয়েই শেষ হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটি। সিরিজে শেষ ম্যাচ হারা বাংলাদেশ জিতেছে ৪-১ ব্যবধানে। পুরো সিরিজে রোডেশিয়ানদের বিপক্ষে সেভাবে দাপুটে পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ। তবুও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট শান্ত।
সিরিজজুড়ে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে বাংলাদেশ। এসব পরীক্ষা -নিরীক্ষায় অনেক ইতিবাচক দিকই খুঁজে পেয়েছেন শান্ত। সেগুলোকে সঙ্গী করে নিয়েই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে যেতে চায় বাংলাদেশ।
সিরিজ জয়ের পর শান্ত বলেন, 'আমার মনে হয় খুব ভালো একটা সিরিজ গিয়েছে। সিরিজ জিতলে অবশ্যই আত্মবিশ্বাস বাড়ে। তৃপ্তির জায়গা বলব আমাদের যেসব এক্সপেরিমেন্ট ছিল, যেসব বিষয় দেখার ছিল… ক্লোজ ম্যাচ জিতেছি। একটা ম্যাচে টপ অর্ডার খুব ভালো শুরু এনে দিয়েছে। আজ মিডল অর্ডার ব্যাটিং করার সুযোগ পেয়েছে। রিশাদ পুরো সিরিজে ভালো বোলিং করেছে। এভাবে অনেক ইতিবাচক দিকই আছে। আমরা যা যা আশা করেছিলাম, প্রায় তার কাছাকাছি যেতে পেরেছি।'

'স্পিনাররা খুব ভালো বোলিং করেছে। রিশাদ ভালো করেছে। শেখ মেহেদীও ভালো করেছে, মাঝখানে ওকে বিরতি দিয়ে তানভীরকে দুই ম্যাচ খেলানো হয়েছে সে-ও ভালো করেছে। এই জিনিসগুলো ভালো ছিল। জাকেরের আজকের এবং মাঝখানের একটা ইনিংস… ছোট ছোট বেশ কিছু জায়গা আছে যেখানে আমরা কাছাকাছি যেতে পেরেছি।'
জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রকাশ, মিরপুরে নেই কোনো টেস্ট
৮ মার্চ ২৫
পুরো সিরিজে দলীয়ভাবে বড় রান তুলতে দেখা যায়নি বাংলাদেশকে। লাল-সবুজের দলের অধিনায়ক এতে অবশ্য উইকেটের দায়ই দেখছেন। উইকেট ব্যাটিং বান্ধব না থাকায় সেভাবে রান তুলতে পারেনি বাংলাদেশ, দাবি শান্তর।
তিনি আরও বলেন, 'উন্নতির জায়গা তো অবশ্যই আছে। খেলোয়াড়রা আত্মবিশ্বাসী। পুরো সিরিজে উইকেট ব্যাটিং বান্ধব ছিল না। ব্যাটাররা এর মধ্য দিয়েই ভালো করার চেষ্টা করেছে।'
দল হিসেবে ভালো করলেও এই সিরিজে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি শান্ত নিজেও। পাঁচ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মোটে ৮১ রান। গড় মাত্র ১৬.২০ আর স্ট্রাইক রেট একশ'র একটু বেশি (১০৩.৮৫)।
তিনি বলেন, 'প্রত্যাশা অনুযায়ী এই সিরিজে পারফরম্যান্স হয়নি। তবে আমি আমার প্রক্রিয়া, ব্যাটিং, স্কিল উন্নতি নিয়ে কাজ করছি। প্রতি সিরিজই ভালো যাবে এমন কিছু না। এটা ইতোমধ্যে অতীত, সামনে ভালো কিছু করার চিন্তা করছি।'
পুরো সিরিজে দাপুটে পারফরম্যান্স করেছে জিম্বাবুয়ে। চারটি ম্যাচ হারলেও বেশ কয়েকটি ম্যাচেই লড়াই করে হেরেছে দলটি। সিকান্দার রাজার দলকে দারুণ পারফরম্যান্সের কৃতিত্ব দিচ্ছেন শান্ত নিজেও।
বাংলাদেশের অধিনায়ক বলেন, 'আমরা প্রতি ম্যাচেই সিরিয়াস ছিলাম। একটা ম্যাচও হারতে চাইনি, হারের দরকারও ছিল না। ম্যাচ জিতলে ভালো লাগে। আজ জিততে পারিনি, জিম্বাবুয়েকে কৃতিত্ব দিতেই হবে। তারা ভালো ক্রিকেট খেলেছে।'