এটাই টি-টোয়েন্টির যথাযথ উইকেট: ডু প্লেসি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ডু প্লেসির চোটে কপাল খুলল জেসন রয়ের

১১ জুলাই ২৫
দ্য হান্ড্রেড

দুই দল মিলে রান হয়েছে ৫৪৯। ছক্কা হয়েছে ৩৮টি। বিশ্বরেকর্ডের এই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ২৫ রানে হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারপরেও আফসোস নেই ফাফ ডু প্লেসির। বেঙ্গালুরুর অধিনায়ক এই ম্যাচের উইকেটকেই 'যথাযথ' বলছেন।


রানবন্যার এই ম্যাচে টসের সময় প্যাট কামিন্স জানিয়েছিলেন, এটি অন্তত ২৪০ রানের উইকেট। কথা শুনে কিছুটা অবাকও হয়েছিলেন ম্যাচের ধারাভাষ্যকাররা। যদিও কামিন্সের কথাকে শুরু থেকেই যথাযথ প্রমাণ করেন ট্রাভিস হেড-অভিষেক শর্মারা।


promotional_ad

তরুণ ভারতীয় ওপেনার অভিষেক ২২ বলে ৩৪ রান করে ফিরলেও হেড তুলে নেন সেঞ্চুরি। ৪১ বলে নয়টি চার ও আটটি ছক্কায় ১০২ রান করে ফিরেন তিনি। এ ছাড়া হেনরিখ ক্লাসেন ৩১ বলে ৬৭, এইডেন মার্করাম ১৭ বলে অপরাজিত ৩২ এবং আব্দুল সামাদ করেন ১০ বলে অপরাজিত ৩৭ রান।


আরো পড়ুন

নিজেদের মাঠে ‘নিষিদ্ধ’ হতে পারে কোহলির বেঙ্গালুরু

২৬ জুলাই ২৫
বিরাট কোহলি, ফাইল ফটো

তাদের এমন তাণ্ডবের দিনে তিন উইকেটে ২৮৭ রানে থামে সানরাইজার্স হায়দরাবাদ। বেঙ্গালুরুও অবশ্য ছেড়ে কথা বলেনি। ঘরের মাঠে দীনেশ কার্তিকের ৩৫ বলে ৮৩, ফাফ ডু প্লেসির ২৮ বলে ৬২ এবং বিরাট কোহলির ২০ বলে ৪২ রানের ইনিংসে সাত উইকেটে ২৬২ রান তুলেছে দলটি।


ম্যাচ শেষে ডু প্লেসি বলেন, 'টি-টোয়েন্টির জন্য এটাই যথাযথ উইকেট। আজকে প্রচুর রান হয়েছে, বিশ্বরেকর্ডও হয়েছে। আমি বলব না ২৭০ রান হওয়া দরকার ছিল। তবে এমন উইকেটে বোলিং করা সত্যিই কঠিন। আমরা কিছু জিনিস চেষ্টা করেছি, যেগুলো ঠিকভাবে কাজ করেনি। এটা হচ্ছে ওদের আত্মবিশ্বাসের ফলাফল। ব্যাটারদের পক্ষ থেকে খেলা এখন অনেক এগিয়ে যাচ্ছে। এটা কঠিন (বোলারদের জন্য)।'


চলতি আইপিএলে সাত ম্যাচ খেলে এটি ষষ্ঠ হার বেঙ্গালুরুর। প্লে-অফ খেলার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গিয়েছে তাদের। যদিও হায়দরাবাদের বিপক্ষে রেকর্ড সংগ্রহ তাড়া করতে নেমে দলের ব্যাটারদের লড়াকু মানসিকতায় মুগ্ধ ডু প্লেসি।


তিনি আরও বলেন, 'আমরা ভিন্ন কিছু করার চেষ্টা করেছি। ব্যাটিং লাইন-আপে এখনও কিছুটা ত্রুটি আছে যা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। পাওয়ার-প্লে শেষ হওয়ার পর কীভাবে খেলতে হবে সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। শেষ পর্যন্ত ব্যাটাররা যেভাবে লড়েছে তাতে আমি খুশি। তারা তাসের ঘরের মতো ভেঙে পড়েনি। বোলারদের দিক থেকে চিন্তা করলে এটা অনেক কঠিন ছিল।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball