বাংলাদেশকে তিনশর বেশি লক্ষ্য দিতে চায় শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সিলেট টেস্টে এরই মধ্যে ২১১ রানের লিড নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। তারপরও নির্ভার হতে পারছে না দলটি। বাংলাদেশকে তিনশো বা তার বেশি লক্ষ্য দিতে চায় লঙ্কানরা। উইকেটে এখনও টিকে আছেন অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা আর ব্যাটিংয়েই নামেননি কামিন্দু মেন্ডিস।
এই দুই ব্যাটারই প্রথম ইনিংসে পেয়েছিলেন সেঞ্চুরি। এই দুজনের জুটি থেকেই এসেছিল ২০২ রান। মূলত এই দুজনের ব্যাটে ভর করেই প্রথম ইনিংসে ২৮০ রানের পুঁজি পেয়েছিল লঙ্কানরা। দ্বিতীয় ইনিংসেও এই দুই ব্যাটারের দিকেই তাকিয়ে থাকবে লঙ্কানরা।

সিলেটের মাঠে কত রান নিরাপদ হতে পারে এমন প্রশ্ন করা হয়েছিল শ্রীলঙ্কার পেস বোলিং কোচ দর্শনা গামাগের কাছে। তিনি আত্মবিশ্বাসী কণ্ঠে জবাব দিয়েছেন, 'আমি মনে করি তিনশর বেশি রান ডিফেন্ড করা সম্ভব।’
অর্থাৎ আর একশোর মতো রান করতে পারলেই সন্তুষ্ট হবে লঙ্কানরা। বিশেষ করে সিলেটের উইকেট বিবেচনা করেই এমনটা মনে করছেন লঙ্কান কোচ। এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘উইকেটে যেভাবে আচরণ করছে দেখা যাচ্ছে পরিবর্তনশীল বাউন্স রয়েছে। রান করা খুব সহজ নয়। যদি লিড তিনশ বা তার বেশি নিতে পারি তাহলে আমরা সুবিধাজনক অবস্থানে থাকব।’
সিলেটের উইকেটে খুব একটা সুবিধা করতে পারছেন না স্পিনাররা। ছড়ি ঘোরাচ্ছেন পেসাররাই। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে বাংলাদেশের পেসাররাই নিয়েছিলেন ৭ উইকেট। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ১০ উইকেটই পেয়েছেন লঙ্কান পেসাররা। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কাকে ভোগাচ্ছে বাংলাদেশের পেসাররাও। শ্রীলঙ্কার ৫ উইকেটের মধ্যে ৩টি নিয়েছেন শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
উইকেট নিয়ে লঙ্কান কোচ বলেন, ‘প্রথম দিন থেকেই দেখা যাচ্ছে উইকেট বেশ ভালো এবং সবুজ ঘাস দিয়ে ঢাকা। শুরুর দিন থেকেই আমাদের পরিকল্পনা মৌলিক জিনিসগুলোকে ঠিক রাখা। অফস্ট্যাম্পের বাইরে ধারাবাহিক বোলিং করা। সঙ্গে গুড লেন্থ ও লাইন।'
'আমরা শৃঙ্খল বোলিং করতে চেয়েছি। তাতেই আমাদের ১০ উইকেট পেয়ে গেছি। ভালো জায়গায় ও ভালো স্পেল করেছিল। বাকিটা উইকেট থেকে আদায় করে নিয়েছি। সফলতার পেছনে আমাদের পরিকল্পনাগুলো কাজে এসেছে।’