promotional_ad

সাকিবের ভালো একটি ইনিংস দেখার অপেক্ষায় বাবর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

গ্লোবাল সুপার লিগে রংপুরের সঙ্গে খেলতে বিগব্যাশ চ্যাম্পিয়ন হোবার্টকে আমন্ত্রণ

১০ এপ্রিল ২৫
বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স

সিঙ্গাপুর থেকে ফিরেই খুলনা টাইগার্সের বিপক্ষে খেলেছিলেন সাকিব আল হাসান। সেদিন তাকে ৭ নম্বরে ব্যাট করতে দেখা গিয়েছিল। দীর্ঘ ৮ বছর পর তাকে এতো নিচে ব্যাট করতে দেখা গিয়েছিল সেদিন। তবে দুর্দান্ত ঢাকার বিপক্ষে রংপুর রাইডার্সের ৮ উইকেট পড়ে গেলেও ব্যাটিং করতে দেখা যায়নি তাকে।


এই বিষয়টি অবাক করেছে সবাইকে। তবে দলটির ওপেনার বাবর আজম জানিয়েছেন সাকিব ব্যটিং না করলেও বাড়তি চাপে পড়তে হচ্ছে না তাদের। ঢাকার বিপক্ষে দ্রুত বেশ কিছু উইকেট হারালেও অধিনায়ক নুরুল হাসান সোহানের সঙ্গে তার ৫০ রানের জুটিতে বিপর্যয় এড়ায় রংপুর।


promotional_ad

বাবর এদিন ৪৬ বলে ৬২ রানের ইনিংস খেলে রংপুরকে দারুণ সংগ্রহ এনে দেন। এরপর তারা ম্যাচ জিতেছে ৭৯ রানের ব্যবধানে। বাবর জানিয়েছেন পরের ম্যাচেই আবারও ব্যাট হাতে দেখা যেতে পারে। তারা সাকিবের ভালো একটি ইনিংসের অপেক্ষায় আছেন। 


আরো পড়ুন

‘১২ জন’ ব্যাটিং করেও হোয়াইটওয়াশ এড়াতে পারল না পাকিস্তান

৫ এপ্রিল ২৫
বল হাতে ৫ উইকেট নিয়ে আবারও নিউজিল্যান্ডকে জেতালেন বেন সিয়ার্স

ঢাকাকে হারানোর পর টি স্পোর্টসের সঙ্গে আলাপকালে বাবর বলেন, 'আমার মনে হয় না সাকিবের ব্যাটিংয়ের কারণে আমরা বাড়তি চাপে পড়ছি। সে ফিট আছে এবং সে ম্যাচের আগে অনুশীলনও করেছে। কারণ সে টুর্নামেন্ট শুরুর আগে পর্যাপ্ত অনুশীলন করতে পারেনি।'


পাকিস্তানের এই ব্যাটার আরও যোগ করেন, 'সে (ম্যাচের আগে) দ্রুত আসে এবং ব্যাটিং অনুশীলন করে। সে আজকে (গতকাল) ব্যাটিংয়ের সুযোগ পায়নি। আমরা আগামী ম্যাচের দিকে তাকিয়ে আছি এবং আশা করছি সাকিব ভালো একটি ইনিংস খেলতে পারবে।'


গত বিশ্বকাপের পর থেকেই বাম চোখের সমস্যায় ভুগছেন সাকিব। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় চোখের এ ধরনের সমস্যাকে সেন্ট্রাল সেরস কোরিওরেটিনোপ্যাথি বা সিএসসি বলা হয়। এই সমস্যার কারণেই ব্যাটিংয়ের সময় ভুগতে হচ্ছে সাকিবকে। এরই মধ্যে বদলাতে হয়েছে হেড পজিশনও। তবে কিছুই যেন কাজে লাগছে না। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball