promotional_ad

৩ বিশেষজ্ঞ স্পিনার নিয়ে ইংল্যান্ডের একাদশ ঘোষণা, নেই অ্যান্ডারসন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারতের কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন আইয়ার-কিশান, শীর্ষে কোহলি-রোহিত

৭ ঘন্টা আগে
ফাইল ছবি

আগামীকাল থেকে হায়দরাবাদে শুরু হতে যাচ্ছে ভারত-ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্টকে সামনে রেখে নিজেদের একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেটে বোর্ড (ইসিবি)। অভিষেক হতে যাওয়া টম হার্টলি সহ তিনজন বিশেষজ্ঞ স্পিনার রাখা হয়েছে। একাদশে জিমি অ্যান্ডারসন না থাকায় এক পেসার নিয়েই নামবে তারা।


উপমহাদেশের উইকেট সাধারণত স্পিন সহায়ক হয়ে থাকে। যেখানে ম্যাচের শুরু থেকেই স্পিনাররা ভালো টার্ন পেয়ে থাকেন। ফলে দু'দলই স্পিন নির্ভর বোলিং ইউনিট নিয়ে মাঠে নামবে এমন শঙ্কা ছিলো আগে থেকেই। আজ ইংল্যান্ডের ঘোষণা দেয়া একাদশে সেটারই দেখা মিলল। যেখানে দলটি তিনজন অভিজ্ঞ ও একজন পার্টটাইমার স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে।


promotional_ad

যেখানে দেখা যাবে জ্যাক লিচ, রেহান আহমেদ ও ইংল্যান্ডের হয়ে টেস্টে অভিষেক হতে যাওয়া হার্টলিকে। ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত দুটি ওয়ানডে খেলেছেন হার্টলি। তবে প্রথম শ্রেণির ক্রিকেট নজর করেছেন ২৪ বছর বয়সী এই স্পিনার। কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের হয়ে এখন পর্যন্ত ২০ ম্যাচে ৪০টি উইকেট নিয়েছেন তিনি।


আরো পড়ুন

ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার

১৭ এপ্রিল ২৫
হ্যাম্পশায়ারের জার্সিতে কিথ বার্কার, ইসিবি

এ সময় ব্যাট হাতেও বেশ ভালো ভূমিকা রেখেছেন তিনি। ২০ ম্যাচে ২৯ গড়ে করেছেন ৫২২ রান। রয়েছে দুটি হাফসেঞ্চুরি। ভারতের ব্যাটারদের পরীক্ষা নিতে দলটিতে রয়েছেন পার্টটাইমার স্পিনার জো রুট। তবে একাদশে জায়গা হয়নি দলটির সবচাইতে অভিজ্ঞ পেসার অ্যান্ডারসনের। ফলে এক পেসার মার্ক উডকে নিয়েই বোলিং আক্রমণ সাজিয়েছে তারা।


এদিকে দলে ফিরেছেন ইংল্যান্ডের সবশেষ টেস্টে দলে না থাকা অলি পোপ, বেন ফোকস, রেহান এবং লিচ। অ্যাশেজের শেষ টেস্টে ওভালে তারা কেউ ছিলেন না দলে। এদিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে কিছুদিন আগেই এই সিরিজ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন হ্যারি ব্রুক। তাই এই সিরিজের তাকে আর দেখা যাবে না।  

ইংল্যান্ড একাদশ:

জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস, রেহান আহমেদ, টম হার্টলি, মার্ক উড ও জ্যাক লিচ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball