promotional_ad

সোহানের ঝড়ের জবাবে শুক্কুরের হাফ সেঞ্চুরি, তবুও হারল ঢাকা

রংপুর রাইডার্স
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দল না জিতলে সেঞ্চুরি মূল্যহীন: সোহান

২১ মার্চ ২৫
সেঞ্চুরির পর সোহান, ক্রিকফ্রেঞ্জি

১৬০ পেরোনো স্ট্রাইক রেটে নুরুল হাসান সোহানের ৪৩ বলে ৬৯ রান। সোহানের এমন ইনিংসের ওপর ভর করে ১৭৬ রানের পুঁজি পায় রংপুর রাইডার্স। লক্ষ্য তাড়া করতে নেমে ইরফান শুক্কুরের অপরাজিত ৫৮ রানের ইনিংসের পরও হেরেছে দুর্দান্ত ঢাকা। প্রস্তুতি ম্যাচে ঢাকাকে ১৪ রানে হারিয়ে নিজেদের প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরে নিলো রংপুর।


বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে জয়ের জন্য ১৭৭ রান তাড়ায় শুরুটা বেশ ভালো করেছিলেন ঢাকার দুই ওপেনার সাইফ হাসান ও নাইম শেখ। রংপুরের বোলারদের বিপক্ষে প্রত্যাশিত রানই তুলছিলেন তারা দুজন। সাইফ ও নাইমের উদ্বোধনী জুটি ভাঙে ইনিংসের পঞ্চম ওভারে। হাসান মাহমুদের বলে ইফতির হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১৫ বলে ২৩ রান করা নাইম।


বাঁহাতি এই ওপেনার ফেরার পর বেশিক্ষণ টিকতে পারেননি সাইফও। রিপন মণ্ডলের দারুণ এক ডেলিভারিতে উইকেটের পেছনে থাকা সোহানের গ্লাভসে ক্যাচ দিয়ে ফেরেন ১৯ বলে ২২ রান করা এই ব্যাটার। একই ওভারে তিনে নামা সাব্বির হোসেনকেও ফিরিয়েছেন রিপন। ডানহাতি এই পেসারের বলে লেগ বিফোর উইকেট হয়েছেন ৭ রান করা সাব্বির।


promotional_ad

এরপর মোসাদ্দেক হোসেন সৈকতকে সঙ্গে নিয়ে ঢাকাকে এগিয়ে নিয়ে যেতে থাকেন শুক্কুর। তবে তাকে সঙ্গে দিতে পারেননি মোসাদ্দেক। আশিকুজ্জামানের বলে সোহানের গ্লাভসে ক্যাচ দেয়ার আগে মাত্র ৭ রান করেছেন ঢাকার অধিনায়ক। সুবিধা করতে পারেননি তরুণ মেহরব হোসেনও। রিপনের বলে ফিরে গেছেন ৬ রান করে।


আরো পড়ুন

৩ সেঞ্চুরির ম্যাচে প্রাইম ব্যাংকের জয়

২৪ মার্চ ২৫
একই ম্যাচে সেঞ্চুরি করেছেন ইরফান শুক্কুর (বামে), ইমরুল কায়েস (মাঝে) ও সাব্বির হোসেন (ডানে), ক্রিকফ্রেঞ্জি

শুক্কুরের সঙ্গে দ্রুত গতিতে রান তুলতে থাকেন চতুরঙ্গা ডি সিলভা। ১৭ বলে ২৮ রানের ইনিংস খেলে রান আউটে লঙ্কান এই অলরাউন্ডার আউট হলে জয়ের স্বপ্ন ধুলিসাৎ হয় ঢাকার। ইরফান শেষ পর্যন্ত ৫৮ রানের ইনিংস খেলে টিকে থাকলেও জয় পাওয়া হয়নি তাদের। রংপুরের হয়ে রিপন তিনটি উইকেট নিয়েছেন। এ ছাড়া একটি করে উইকেট নিয়েছেন আশিকুজ্জামান ও হাসান।


এর আগে ব্যাটিং করতে নেমে রনি তালুকদার ও ফজলে মাহমুদের ব্যাটে ভালো শুরু পায় রংপুর। তবে তাদের দুজনের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। রনি ২০ এবং ফজলে মাহমুদ আউট হয়েছেন ৭ রানে। তিনে নেমে ২৫ রান করে স্বেচ্ছায় অবসরে গেছেন ইফতি। এরপর শুরু হয় সোহানের ব্যাটিং তাণ্ডব।


ছয়টি চার এবং চারটি ছক্কায় ৪৩ বলে ৬৯ রানের ইনিংস খেলে স্বেচ্ছায় অবসরে গেছেন রংপুরের অধিনায়ক। তাকে সঙ্গ দেয়া শামীম হোসেন পাটোয়ারী খেলেছেন ৩২ রানের ইনিংস। তাতেই ১৭৬ রানের পুঁজি পায় রংপুর। ঢাকার হয়ে ৩৬ রানে ২ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। এ ছাড়া শরিফুল ইসলাম ও আরাফাত সানি নিয়েছেন একটি করে উইকেট।


সংক্ষিপ্ত স্কোর:


রংপুর রাইডার্স- ১৭৬/৪ (২০ ওভার) (সোহান ৬৯, শামীম ৩২, ই??তি ২৫*, রনি ২০; তাসকিন ২/৩৬)


দুর্দান্ত ঢাকা- ১৬২/৬ (২০ ওভার) (শুক্কুর ৫৮*, ডি সিলভা ২৮, নাইম ২৩, সাইফ ২২; রিপন ৩/৩২)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball