সাকিব আমার কাছে সাকিবই, এমপি-মন্ত্রী মূখ্য না: সালাহউদ্দিন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শুধু ক্রিকেটারদের দোষ দিয়ে লাভ নেই: সালাহউদ্দিন
২০ এপ্রিল ২৫
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে দেশের ইতিহাসের অন্যতম সেরা কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের ঘনিষ্ঠতার কথা ক্রিকেট মহলে সবসময়ই সুপরিচিত। সাম্প্রতিক সময়ে জাতীয় নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছেন সাকিব। প্রিয় শিষ্য রাজনীতিতে যা-ই থাকুক, সেটা তাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সালাহউদ্দিন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) উপলক্ষে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের পছন্দমতো মাঠে অনুশীলন শুরু করে দিয়েছে। বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স বেছে নিয়েছে মাসকো সাকিব ক্রিকেট একাডেমিকে।
সেখানে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন কুমিল্লার কোচ সালাহউদ্দিন। স্বাভাবিকভাবেই সাকিবের বর্তমান অবস্থান প্রসঙ্গে তারই প্রিয় কোচের কাছে প্রশ্নটি চলে যায়। যদিও সাকিবের বর্তমান অবস্থান নিয়ে বিশেষ ভাবান্তর নেই সালাহউদ্দিনের।

দেশের অন্যতম সেরা এই কোচ বলেন, 'রাজনীতির ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। কেউ যদি এমপি বা প্রাইম মিনিস্টার হয়ে যায় সেটা নিয়ে আমার আগ্রহ নেই। সে আমার কাছে যে মানুষটা এবং আমি আশা করি সাকিব আমার কাছে সেই মানুষই থাকবে।'
গ্লোবাল সুপার লিগে রংপুরের সঙ্গে খেলতে বিগব্যাশ চ্যাম্পিয়ন হোবার্টকে আমন্ত্রণ
১০ এপ্রিল ২৫
'সে এমপি হলো নাকি মন্ত্রী হলো সেটা আমার কাছে মুখ্য বিষয় নয়। আমার কাছে মনে হয় যে আমার সাথে যে সম্পর্ক, সেটাই থাকবে। বাকিটা নিয়ে আমার আসলে কোনো ধরনের কোনো আগ্রহ নেই।'
অনুশীলনের জন্য এবারের বিপিএলের আগে সবগুলো দলই বেছে নিয়েছে নিজেদের পছন্দের মাঠ। এটাকে ইতিবাচকভাবেই দেখছেন সালাহউদ্দিন। কেননা হোম অব ক্রিকেট মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্র্যাকটিস মাঠে বিগত বছরগুলোর মতো এতোগুলো দলের অনুশীলন কোনোভাবেই কাম্য নয় তার কাছে।
তিনি আরও বলেন, 'দেখেন মিরপুরে আগে যখন আরও বেশি উইকেট ছিল, তখনও মাছ বাজারের মতো লাগতো। এক সাথে এতগুলো দল যখন মাঠে চলে আসত। এখন জায়গা আরও অনেক ছোটো হয়ে গেছে। যদি এখন সাতটি দল আসে, তাহলে অনুশীলন করার তো সুযোগ নেই।'
'সব দলই যার যার মতো বেছে নিয়েছে। অন্য দল হয়ত আরেকটা বেছে নিয়েছে। এখানে যেহেতু আমি থাকি, একটু সুবিধা পেতেই পারি। জায়গা ওভাবে ব্যবহার করতে পারি। একারণেই এখানে আসা।'