promotional_ad

বিশ্বকাপ জিততে ভারতের রোহিত-কোহলিকে লাগবে: ডি ভিলিয়ার্স

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘বাংলাদেশ নক আউটে যাওয়ার মতো দল না’, বলছেন ভিলিয়ার্স

১৫ ফেব্রুয়ারি ২৫
ভিলিয়ার্স ও বাংলাদেশ দল

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তরুণদের নিয়ে বাজি ধরতে চায় ভারত। এমন গুঞ্জন ছিলো বেশ আগে থেকেই। ফলে দীর্ঘ সময় এই ফরম্যাটে দলের বাইরে থাকা রোহিত শর্মা ও বিরাট কোহলিদের ভবিষ্যত নিয়েও শঙ্কা তৈরি হয়েছিলো। কিন্তু দুজনই ফিরেছেন ভারতের টি-টোয়েন্টি দলে। অনেকেই এটা সহজ ভাবে নেয়নি। তবে ভারতের এমন সিদ্ধান্তকে সঠিক বলছেন সাউথ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স।

গতকাল থেকে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে ভারত। মূলত এই সিরিজ ভারতের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করতে সাহায্য করবে। যেহেতু ভারত রোহিত, কোহলিদের এই সিরিজে দলে নিয়েছে, তাই তাদের বিশ্বকাপে খেলারও একটা বড় সুযোগ তৈরি হয়েছে। এদিকে দুই অভিজ্ঞ ক্রিকেটার দলে ফেরা মানে, তরুণ ক্রিকেটারদের জায়গা ছাড়া।


তাই অনেকেই বিষয়টি স্বাভাবিক ভাবে নিতে পারেননি। তবে সাবেক প্রোটিয়া ব্যাটার ডি ভিলিয়ার্স মনে করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সঠিক সিদ্ধান্ত এটি। যদিও কয়েকজন তরুণ ক্রিকেটার জায়গা হারাবেন, তবুও কোহলিরা দলে ফেরায় বেশ খুশি হয়েছেন তিনি। গতকাল সাউথ আফ্রিকার এসএ টোয়েন্টি চলাকালীন সময়ে সংবাদ মাধ্যমে এমন মন্তব্য করেন তিনি।


promotional_ad

কোহলিদের দলে ফেরা নিয়ে ডি ভিলিয়ার্স বলেন, ‘আমি বিরাট ও রোহিতের জন্য অনেক খুশি। তাদের দলে আসাতে আমি মোটেও অবাক হইনি। কারণ, বিশ্বকাপ জিততে আপনি সেরা দলটিই চাইবেন। আমি বুঝতে পারছি সমালোচনার ব্যাপারটি, কারণ কয়েকজন তরুণ এর কারণে (দলে) জায়গা হারাবে।’


আরো পড়ুন

ভারতের কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন আইয়ার-কিশান, শীর্ষে কোহলি-রোহিত

২২ ঘন্টা আগে
ফাইল ছবি

এদিকে দীর্ঘ এক দশকের বেশি সময় ভারত আইসিসির কোনো বৈশ্বিক টুর্নামেন্টে শিরোপা জেতেনি। সবশেষ ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও হারে তারা। যেখানে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন কোহলি, রোহিতরা। তাই আসন্ন জুনে বিশ্বকাপে তাদের দলে নেয়া যুক্তিসঙ্গত। এ সময় তিনি মন্তব্য করেন বিশ্বকাপ জয়ে এমন কিংবদন্তিদের দলে থাকা উচিত। এটা সকলের বুঝতে হবে।


নিজের ইউটিউব চ্যানেলে ডি ভিলিয়ার্স বলেন, ‘আমার মনে হয় ভারতের সঠিক সিদ্ধান্ত। বিশ্বকাপ জিততে গেলে সেরা খেলোয়াড়দেরই লাগবে। যদি কোহলি যথেষ্ট ঠিক থাকে, তাহলে তার খেলতে হবে। সে একটু বয়স হয়েছে বলে ক্যারিয়ার একটু দেখেশুনে সামলাচ্ছে কি না, তাতে কিছু যায়-আসে না। তবে ২০ বছর বয়সীদের বুঝতে হবে, রোহিত ও কোহলির মতো কিংবদন্তির খেলা উচিত বিশ্বকাপ জিততে গেলে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball