রাজনীতির মাঠে টেস্ট ম্যাচের মতোই খেলতে চান সাকিব

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের হয়ে আরো ২ বছর খেলে অবসরে যেতে চান সাকিব
১৬ এপ্রিল ২৫
বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টারবয় ধরা হয় সাকিব আল হাসানকে। আনুষ্ঠানিকভাবে তিনিই এবার রাজনীতির মাঠে। প্রথমবারের মতো সংসদ নির্বাচনে দাঁড়িয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হওয়ার পর আজ শপথ গ্রহণ করেছেন বাংলাদেশ দলের তিন সংস্করণের এই অধিনায়ক। টেস্ট ক্রিকেটের মতোই রাজনীতির মাঠে খেলতে চান তিনি।
মাগুরা-১ (শ্রীপুর-সদর একাংশ) আসনের আওয়ামী লীগের প্রার্থী হয়েছিলেন সাকিব। এই আসনে ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। নির্বাচন শেষ হওয়ার দুদিন পর শপথ গ্রহণ করেছেন তিনি।

সেখানে উপস্থিত সাংবাদিকদের সাকিব বলেন, 'দীর্ঘমেয়াদি কাজ করার যদি সুযোগ পাই, যদি সুযোগ হয় তাহলে সেভাবে কাজ করে যেতে চাই। মানুষ যেভাবে ভালবেসেছে সেটার প্রতিদান দেয়ার চেষ্টা করব। দীর্ঘ সময়ের ব্যাপার। টেস্ট ম্যাচের মতো মনে করে খেলতে হবে। সেজন্যে আমি প্রস্তুত আছি।'
বাংলাদেশেও অনার্স বোর্ড চান মিরাজ
১৫ ঘন্টা আগে
'রাজনীতির মাঠে এক নম্বর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার জায়গা কেউ নিতে পারবে না তার থেকে শিক্ষা নিয়ে যদি আমি কাজ করতে পারি। আমার মনে হয় সেটাই আমার জন্যে যথেষ্ট হবে।'
ভোটের মাঠে সাকিবের সেরকম শক্ত প্রতিদ্বন্দ্বী ছিল না। যার কারণে তার জয় প্রায় নিশ্চিতই ছিল। সদর উপজেলার একাংশ ও শ্রীপুর নিয়ে গঠিত মাগুরা–১ আসনে সাকিবের প্রতিদ্বন্দ্বী ছিলেন চারজন।
তারা হচ্ছেন— জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন, বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) কে এম মোতাসিম বিল্লা এবং তৃণমূল বিএনপির সনজয় কুমার রায়।
ভোটের মাঠে এদের কেউই সাকিবের ধারেকাছে ভিড়তে পারেননি। নির্বাচন শেষ করে এসেই অবশ্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রস্তুতি শুরু করেছেন তিনি। গত সোমবার মিরপুরে একান্ত অনুশীলন শেষে গতকালও বসুন্ধরায় রংপুর রাইডার্সের হয়ে অনুশীলন করেন।