promotional_ad

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বাদ দিয়ে আইএলটি-২০ খেলবেন ওয়ার্নার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের এমএলসিতে খেলবেন ওয়ার্নার

১৯ এপ্রিল ২৫
প্রথমবারের মতো মেজর ক্রিকেট লিগে খেলবেন ডেভিড ওয়ার্নার, ফাইল ফটো

পাকিস্তান সিরিজের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। তবে সেখানে দেখা যাবে না ওয়ার্নারকে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বাদ দিয়ে সেই সময় সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি খেলবেন বাঁহাতি এই ওপেনার।


পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলছেন ওয়ার্নার। এরপর সিডনি থান্ডারের হয়ে বিগ ব্যাশ খেলবেন তিনি। তারা ফাইনালে উঠলে ওয়ার্নারকে পাওয়া যাবে কিনা তা এখনও নিশ্চিত নয়। এদিকে ২০ জানুয়ারি থেকে পর্দা উঠছে আইএলটি-টোয়েন্টির। যেখানে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন ওয়ার্নার।


promotional_ad

আইএলটি-টোয়েন্টি শুরুর কদিন পরই শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ। টেস্ট থেকে অবসর নেয়ায় অনুমেয়ভাবেই সাদা পোশাকের ক্রিকেটে থাকবেন না তিনি। সংক্ষিপ্ত সংস্করণে খেলার সুযোগ থাকলেও সেখান থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন ওয়ার্নার। সেই সময় আইএলটি-টোয়েন্টিতে খেলবেন অস্ট্রেলিয়ার এই ওপেনার।


আরো পড়ুন

২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি

৮ এপ্রিল ২৫
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা উইল পুকোভস্কি, ফাইল ফটো

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) অনাপত্তি পত্রের জন্য ওয়ার্নার আবেদন করতে পারেন বলে জানিয়েছেন গ্রিনবার্গ। ‘এসইএন’ এর সঙ্গে আলাপকালে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহীর কাছে জানতে চাওয়া হয়েছিল ঘরের মাঠে ওয়ার্নার বেশ কয়েকটি ম্যাচ মিস করবে কিনা। এমেন প্রশ্নের জবাবে গ্রিনবার্গ বলেন, ‘আপনি যদি ছোট করে উত্তর শুনতে চান তাহলে বলব হ্যাঁ।’


‘আমি জানি সে বিগ ব্যাশের প্রতি সে বদ্ধপরিকর। ডেভের জীবনের পরের ধাপে সে যে নিজের দিকটা দেখবে, তা নিয়ে কোনো সংশয় নেই—কোথায় সে বিনিয়োগ করলে বিনিময়ে সেরা কিছু পাবে। আমার মনে হয় না এতে বেঠিক কিছু আছে, আমি তো বরং তাকে এমন করতে উৎসাহিতই করব।’


ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য নিজেদের দেশের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন ট্রেন্ট বোল্ট, জেসন হোল্ডার, আন্দ্রে রাসেল, কাইল মেয়ার্সদের মতো ক্রিকেটাররা। একই পথে হাঁটতে হবে ওয়ার্নারকেও। বাঁহাতি এই ওপেনারও ভাবছেন সেভাবেই। অভিজ্ঞ এই ক্রিকেটার জানিয়েছেন, তিনি কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন না।


এ প্রসঙ্গে বিশ্বকাপের সময় ওয়ার্নার বলেছিলেন, ‘আমি কেন্দ্রীয় চুক্তির (প্রস্তাব) নেব না, অবশ্যই না। ক্রিকেট অস্ট্রেলিয়ার ব্যবস্থাটা এমন, আপনি যদি পাঁচটি টি-টোয়েন্টি অথবা ওয়ানডে খেলেন বা তিনটি টেস্ট—তাহলে আপনার উন্নতি হবে এবং আপনি তখন চুক্তির পদ্ধতি এবং স্পনসরের ব্যাপারগুলো মানতে বাধ্য।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball