promotional_ad

আম্পায়ারকে ভয় দেখিয়ে ৪ ম্যাচ নিষিদ্ধ কারান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

নিরবতা ভেঙে কারান বললেন, ‘সত্যি আমি কাঁদিনি’

১০ ঘন্টা আগে
টম কারান

ম্যাচের আগে আম্পায়ারকে ভয় দেখানোর অপরাধে বিগ ব্যাশ লিগে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন টম কারান। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে ইংল্যান্ডের এই অলরাউন্ডারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে সিডনি সিক্সার্স।


১১ ডিসেম্বর লঞ্চেস্টনে হোবার্ট হারিকেনের বিপক্ষে ম্যাচের আগে একটি ঘটনাকে কেন্দ্র করে ক্রিকেট অস্ট্রেলিয়ার কোড অব কন্ডাক্টের লেভেল ৩ ভঙের দায়ে অভিযুক্ত হয়েছেন। সিএ’র মতে ম্যাচের আগে রান-আপ অনুশীলন করছিলেন। আম্পায়ার না করার পরও সেই সময় পিচের একটি অংশে দৌড়ে ছিলেন কারান।


promotional_ad

আম্পায়ার বলার পর অন্য প্রান্তে গিয়েও একই কাজ করতে থাকেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার। সেই সময় স্টাম্পের পাশে ছিলেন আম্পায়ার। দ্রুতগতিতে আম্পায়ারের দিকে এগিয়েও আসতে থাকেন তিনি। যা দেখে সংঘর্ষ এড়াতে ডান দিকে সরে যান আম্পায়ার। ফুটেজে দেখা যায় কারান আম্পায়ারকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।


এমন ঘটনায় শুনানিতে অংশ নিলেও শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত হয়েছেন কারান। এমনকি দোষও স্বীকার করে নেননি তিনি। আম্পায়ারকে ভয় দেখানোর অভিযোগে চার ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছেন কারানকে। যার ফলে বিগ ব্যাশের চারটি ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি।


যেখানে অ্যাডিলেড স্ট্রাইকার্স, মেলবোর্ন স্টারস, সিডনি থান্ডার এবং ব্রিসবেন হিটের মতো প্রতিপক্ষের সঙ্গে খেলতে পারবেন না ইংলিশ এই অলরাউন্ডার। এমন পরিস্থিতিতে নিজের ফ্র্যাঞ্চাইজি সিডনি সিক্সার্সকে পাশে পাচ্ছেন কারান। তার এই শাস্তি নিয়ে আপিল করার কথা নিশ্চিত করেছেন দলটির প্রধান কোচ র‍্যাচেল হেইনস।


এ প্রসঙ্গে তিনি বলেন, ‘টম এবং ক্লাব এখনও এ অবস্থানে আছে যে টম জেনেবুঝে বা ইচ্ছাকৃতভাবে কোনো ম্যাচ অফিশিয়ালকে ভয় দেখায়নি এবং আইনি পরামর্শের ভিত্তিতে আমরা এ সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের আপিল করার অধিকার প্রয়োগ করব। এ সময়ে আমরা টমকে সমর্থন দিয়ে যাব এবং তাকে মাঠে ফিরতে দেখতে মুখিয়ে থাকব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball