আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ৩ ক্রিকেটার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ছোটোবেলার বন্ধু হলেও কেউ শুভাকাঙ্ক্ষী না: তাসকিন

৩১ জুলাই ২৫
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন তাসকিন আহমেদ, ক্রিকফ্রেঞ্জি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের মিনি নিলামের জন্য নিবন্ধন করেছিলেন বাংলাদেশের ৬ ক্রিকেটার। সেখান থেকে নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন কেবল তিনজন। মুস্তাফিজুর রহমানের সঙ্গে সেই তালিকায় রয়েছেন তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহমুুদ।


চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়া তিনজনের মাঝে সবচেয়ে বেশি ২ কোটি রুপি ভিত্তিমূল্য ধরা হয়েছে মুস্তাফিজের। ডানহাতি এই পেসার তাসকিনের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি এবং শরিফুলের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি। এদিকে সবশেষ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন লিটন দাস। কলকাতা কিনে নিয়েছিল সাকিব আল হাসানকেও।


promotional_ad

যদিও শেষ পর্যন্ত আইপিএলে খেলতে যাননি বাংলাদেশের তারকা এই অলরাউন্ডার। সবশেষ মৌসুমে দল পেলেও এবার নিলামের জন্য নামই দেননি তাদের দুজনের কেউই। আইপিএল নিলামের জন্য নিবন্ধন করেছিলেন ১ হাজার ১৬৬ জন দেশি-বিদেশি ক্রিকেটার। 


আরো পড়ুন

আবারও সেরা দশের বাইরে মুস্তাফিজ, পেছালেন জাকের-লিটন-তানজিদরা

৩০ জুলাই ২৫
ক্রিকফ্রেঞ্জি

সেখান থেকে চূড়ান্ত তালিকায় টিকে গেছেন ৩৩৩ জন ক্রিকেটার। তাদের নিয়ে আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে হবে আইপিএলের নিলাম। এবারই প্রথম ভারতের বাইরে হবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টের নিলাম। চূড়ান্ত তালিকায় আছেন এবারের বিশ্বকাপ মাতানো বেশ কয়েকজন ক্রিকেটার। 


ব্যাটারদের প্রথম সেটে রয়েছেন বিশ্বকাপজয়ী ট্রাভিস হেড এবং স্টিভ স্মিথ। তাদের সঙ্গে রয়েছেন হ্যারি ব্রুক, করুন নায়ার, মানিষ পান্ডে, রভম্যান পাওয়েল ও রাইলি রুশোর মতো ক্রিকেটার। বিশ্বকাপ মাতানো রাচিন রবীন্দ্র আছেন অলরাউন্ডারদের প্রথম সেটেই।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball