৮০-৯০ রানের জুটি হবে না, ৩০ রানের জুটির আশায় স্যান্টনার

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইপিএলে নাও ফিরতে পারেন স্টার্ক-বোল্টরা

১১ মে ২৫
মিচেল স্টার্ক ও ট্রেন্ট বোল্ট, আইপিএল

ঢাকা টেস্টের প্রথম দিনই দুই দলের ১৫ উইকেটের পতন হয়েছে। বিশেষ করে স্পিনাররাই নিয়েছেন ১৩ উইকেট। মিরপুরের উইকেট প্রথম দিন থেকেই স্পিনারদের বাড়তি সুবিধা দিচ্ছে। ফলে নিউজিল্যান্ড-বাংলাদেশের ম্যাচটি তিনদিনে যাবে কিনা তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।


এই ম্যাচে আগে ব্যাটিং করে বাংলাদেশ অল আউট হয়েছে ১৭২ রান করে। জবাবে খেলতে নেমে ১৩ ওভারে ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে নিউজিল্যান্ড। এমন অবস্থায় ঘুরে দাঁড়াতে জুটি গড়ার বিকল্প দেখছেন না নিউজিল্যান্ড দলের অলরাউন্ডার মিচেল স্যান্টনার।


promotional_ad

তিনি মনে করেন নতুন বলে কয়েকটি কার্যকর জুটি গড়তে পারলেই লিড পেতে পারে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড নতুন বলে ৪৭ রানে বাংলাদেশের ৪ উইকেট তুলে নিয়েছিল। সেখান থেকেই নিজেদের দলের ব্যাটারদের শিক্ষা নিতে বলেছেন স্যান্টনার।


আরো পড়ুন

ভারত না এলেও এসিসি সভা ঢাকাতেই

১০ ঘন্টা আগে
এসিসি সভায় জয় শাহ ও অন্যরা

তিনি বলেন, 'আমারও তাই মনে হয় (নতুন বল সামলানো কঠিন কিনা)। আমাদের বোলিং ইনিংসের বেলাতেও দেখেছি। বল যখন নতুন ছিল অনেক গতিতে যাচ্ছিল। বল পুরনো হতে একটু মন্থর হয়েছে। আপনি যদি নতুন বল খেলে দিতে পারেন, নিজেদের যদি প্রয়োগ করা যায় তাহলে আশা করি খেলাটা সহজ হবে। কিন্তু হ্যাঁ, আমরা এরমধ্যেই চরম বিপদে।'


বাংলাদেশের চেয়ে এখনও ১১৭ রান পিছিয়ে নিউজিল্যান্ড। হাতে আছে ৫ উইকেট। স্যান্টনার মনে করেন মিরপুরের উইকেটে ৮০-৯০ রানের জুটির কথা ভাবাও বিলাসিতা। তবে ছোট ছোট ৩০-৪০ রানের জুটি হলেই ম্যাচ জমিয়ে দিতে পারে কিউইরা। এমনটাই বিশ্বাস স্যান্টনারের।


তিনি প্রথম দিনের খেলা শেষে বলেছেন, 'আমরা জানি চ্যালেঞ্জিং হবে (লিড পাওয়া)। আমরা জুটি নিয়ে আলাপ করছি। এখানে হয়তো ৮০-৯০ রানের জুটি হবে না। হয়ত দ্রুত ৩০ রানের জুটিও কাজের হতে পারে। এরকম কিছু জুটি গড়ে রানটা সমান করার দিকে নিতে হবে। এরপর দেখা যাক। আগামী দিনগুলোতে কঠিন লড়াই সামনে, সন্দেহ নেই।'


দ্বিতীয় দিন কিউইদের লড়াইয়ে ফেরা কঠিন হবে সেটা এখনই অনুমান করতে পারছেন স্যান্টনার। তিনি বলেন, 'আমার মনে হয় শুরুতে একটু আঠালো মনে হয়। তারপর বল অনেক কিছু করতে থাকে। স্পিনারদের জন্য অনেক অনেক কিছু আছে। যেটা ভালো। আমাদেরকে নিজেদের প্রয়োগ করতে হবে। আমরা যদি সেটা করতে পারে বলটাকে পুরনো হতে দেই। তাহলে সহজ হবে। তারপরও বলব কাজটা কঠিন।।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball