promotional_ad

মাহমুদউল্লাহ-তামিমকে চাপে ফেলতে চান না লিটন

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

মোহামেডানের নেতৃত্বে এবার মাহমুদউল্লাহ

১৬ এপ্রিল ২৫
মোহামেডানের হয়ে ব্যাটিংয়ে মাহমুদউল্লাহ রিয়াদ, ক্রিকফ্রেঞ্জি

নিউজিল্যান্ড সিরিজ দিয়ে দীর্ঘদিন পর বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তামিম ইকবালও ফিরেছেন ইনজুরি কাটিয়ে। এই দুজন সিনিয়র ক্রিকেটার নিজেদের সেরাটা দেবেন বলেই বিশ্বাস লিটন দাসের।


শেষবার বাংলাদেশের জার্সিতে মাহমুদউল্লাহ খেলেন চলতি বছরের মার্চে। চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে খেলা সেই ম্যাচটির পর জাতীয় দলে উপেক্ষিত তিনি। তবে সময়ের পরিক্রমায় আবারও জাতীয় দলে ফিরেছেন মাহমুদউল্লাহ।


promotional_ad

এদিকে মাসখানেক আগে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলার পর এবারই প্রথম কোনও সিরিজে জায়গা হলো তামিম ইকবালের। মাঝের সময়টায় অবসর, ইনজুরি, পুনর্বাসনেই কাটিয়েছেন তিনি।


আরো পড়ুন

‘আমাদের আরো শিখতে হবে’, সিরিজ হারের পর লিটন

৭ ঘন্টা আগে
সিরিজ শুরুর আগে মোহাম্মদ ওয়াসিমের (বামে) সঙ্গে ফটোসেশনে লিটন দাস (ডানে), ফাইল ফটো

আসন্ন নিউজিল্যান্ড সিরিজে মাহমুদউল্লাহ এবং তামিম- দুই অভিজ্ঞ ক্রিকেটারই নিজেদের পারফরম্যান্সে প্রত্যাবর্তন রাঙাবেন বলে বিশ্বাস লিটনের। বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক এই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে নিয়ে বেশ আশাবাদী।


লিটন বলেন, ‘দুইজন সিনিয়র খেলোয়াড় থাকলে তো অবশ্যই সব দিক থেকে হেল্প হয়। অনেক দিন পর তারা খেলতে এসেছেন। আমি চাই না কোনো কিছু নিয়ে তাদের চাপ দিতে। তারা গেমটা এনজয় করুক। বাংলাদেশের প্রতিটি ম্যাচেই এনজয় করতে পারলে সাফল্যের সম্ভাবনা বেশি থাকে।’


এদিকে মাহমুদউল্লাহ-তামিমের মতো এবারের সিরিজে ফিরেছেন সৌম্য সরকার। উল্লেখ করার মতো কোনো পারফরম্যান্স ছাড়াই জাতীয় দলের ডেরায় ফিরেছেন তিনি। সৌম্যর ব্যাপারেও আশাবাদী লিটন। সৌম্য বা মাহমুদউল্লাহ- কাউকেই নিজেদের ভূমিকা বোঝাতে চান না তিনি।


লিটন আরও বলেন, ‘রোল (ভূমিকা) জিনিষটা আমি আসলে বলতে চাই না। এটা আসলে পরিস্থিতির উপর নির্ভর করে। এখন যদি ম্যাচে দ্রুত উইকেট পড়ে যায়, এখন যদি রিয়াদ ভাই ব্যাটিংয়ে যায়, ৩০-৩৫ ওভারের খেলা থাকে, তাহলে উনি উনার মতো করেই গেইম খেলবে। ওটা বলার দরকার নাই। উনি অনেক ম্যাচুরড। এটা সৌম্যর ক্ষেত্রেও। যেখানে সুযোগ পাবে তারা রান করার চেষ্টা করবে। ইমপ্যাক্ট শুধু তারা দুজন না, প্রত্যেকটা ব্যাটসম্যানের কাজ রান করা।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball