২০২৫ সালে জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট খেলবে ইংল্যান্ড

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারতকে না করে ইংল্যান্ডকে ৩ ফাইনাল আয়োজনের স্বত্ব দিল আইসিসি

১ ঘন্টা আগে
আইসিসি

টেস্ট ক্রিকেটকে জনপ্রিয় করে তুলতে এফটিপির বাইরে ২০২৪ এবং ২০২৫ সালে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে ডাকতে পারে ইংল্যান্ড। আড়াই মাস আগে এমন প্রতিবেদন প্রকাশ করেছিল ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ। এবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বাংলাদেশকে নিয়ে কিছু না জানালেও ২০২৫ সালে জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট খেলার কথা নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।


২০২৪ ও ২০২৫ সালে ঘরের মাঠে পাঁচটি করে টেস্ট খেলবে ইংল্যান্ড। ইসিবি মনে করে চাইলে এই দুই বছরে দুটি টেস্ট খেলতে পারেন বেন স্টোকসরা। যে কারণে এই সময় বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিজেদের মাটিতে ডেকে এনে টেস্ট খেলার পরিকল্পনা আঁটে ইংলিশরা। এমসিসির প্রধান নির্বাহী গাই ল্যাভেন্ডার টেলিগ্রাফকে জানিয়েছিলেন, এমসিসির সঙ্গে প্রতি গ্রীষ্মে দুটি করে টেস্ট আয়োজনের চুক্তি থাকায় সেটিকে তারা কাজে লাগাতে চায়।


promotional_ad

টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা যেমন বাড়বে তেমনি আর্থিক লাভের কথাও জানিয়েছিলেন তিনি। ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড অবশ্য টেস্টকে সামনে এগিয়ে নেয়ার পরিকল্পনা থেকেই এই পথে হাঁটার কথা নিশ্চিত করেছিলেন। বাংলাদেশকে নিয়ে খোলাসা কিছু না বললেও জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ চূড়ান্ত করেছে ইসিবি। তাতে করে লম্বা সময় ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে যাবে জিম্বাবুয়ে। চারদিনের টেস্ট ম্যাচটি হবে ২৮-৩১ মে।


আরো পড়ুন

হেনরি-কনওয়ের সৌজন্যে সহজ জয় পেল নিউজিল্যান্ড

১৯ জুলাই ২৫
ডেভন কনওয়ে (বামে) ও রাচিন রবীন্দ্র (ডানে), ফাইল ফটো

২০০৩ সালের পর এবারই প্রথম ইংল্যান্ডের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে তারা। ২০০৩ সালের সেই সফরে ইংল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছিল জিম্বাবুয়ে। দুটি ম্যাচেই ইনিংস ব্যবধানে হেরেছিল তারা। দুই দশক পর জিম্বাবুয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে পেরে নিজেদের আনন্দের কথা জানিয়েছেন ইসিবির প্রধান নির্বাহী গোল্ড।


এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দুই দশকের মধ্যে প্রথমবারের মতো জিম্বাবুয়েকে নিয়ে টেস্ট ম্যাচ আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। জিম্বাবুয়ের একটি গর্বিত ক্রিকেট ইতিহাস রয়েছে এবং তারা বিশ্বমানের খেলোয়াড় এবং কোচ তৈরি করেছে যারা বিশ্বজুড়ে খেলাটিকে সমৃদ্ধ করেছে।’


ইংল্যান্ড সফর করার সুযোগ পেয়ে খুশি জিম্বাবুয়েও। দেশটির ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি বলেছেন: ‘আমরা ২০২৫ সালের মে মাসে একটি টেস্ট ম্যাচ খেলতে সম্মত হওয়ার পর দুই দশকেরও বেশি সময় ধরে ইংল্যান্ডে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক ক্রিকেট খেলতে পেরে আমরা পুরোপুরি আনন্দিত।’


এখন পর্যন্ত ইংল্যান্ড ও জিম্বাবুয়ে ছয়টি টেস্ট খেলেছে। ১৯৯৬ সালে ইংলিশদের আতিথেয়তা দিয়েছিল জিম্বাবুয়ে। সেবার দুটি টেস্ট খেলেছিল তারা। এদিকে ২০০০ এবং ২০০৩ সালে দুবার ইংল্যান্ড সফরে করেছিল জিম্বাবুয়ে। সরকারের চাওয়াতে ২০০৫ সালে জিম্বাবুয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ নিষিদ্ধ করেছিল ইংল্যান্ড সরকার। দুই দেশের সরকারের সম্পর্ক উন্নতি হওয়ায় আবারও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে ইংল্যান্ড ও জিম্বাবুয়ে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball