বিশ্বকাপের সূচিতে পরিবর্তন আসছে, নিশ্চিত করলেন জয় শাহ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারতকে না করে ইংল্যান্ডকে ৩ ফাইনাল আয়োজনের স্বত্ব দিল আইসিসি

১৭ ঘন্টা আগে
আইসিসি

আসন্ন বিশ্বকাপে এগিয়ে আনা হচ্ছে ভারত-পাকিস্তানের ম্যাচ! আহমেদাবাদে আগামী ১৫ অক্টোবর এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি সূচিতে জায়গা করে নিলেও সেটি একদিন এগিয়ে ১৪ অক্টোবর আনা হচ্ছে! পূর্বে ইএসপিএন ক্রিকইনফো এমনটা দাবি করলেও এবার তা নিশ্চিত করেছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) জেনারেল সেক্রেটারি জয় শাহ। যদিও জয় শাহ জানিয়েছেন নিরাপত্তাজনিত কোনো কারণে নয়, বরঞ্চ কয়েকটি দেশের অনুরোধের কারণেই বেশ কয়েকটি ম্যাচের সূচি পরিবর্তন করবে বিসিসিআই।


১৫ অক্টোবর হিন্দুদের নভোরাত্রি উৎসবের প্রথম দিন। আহমেদাবাদের স্থানীয় পুলিশ বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) জানিয়েছে, এমন উৎসবমুখর একটি দিনে ক্রিকেটারদের এবং স্টেডিয়াম এলাকায় আলাদাভাবে নিরাপত্তা দেয়া তাদের জন্য খুব কঠিন হবে।


promotional_ad

ইতোমধ্যেই বিসিসিআই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং এই ব্যাপারে তারা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছিল ক্রিকইনফো। নিজেদের মধ্যে একটি বৈঠকও করেছে বিসিসিআইয়ের সদস্যরা। আর সেখান থেকে বের হয়েই এই ব্যাপারে নিশ্চিত করেন জয় শাহ। যদিও নিরাপত্তার বিষয়টি একেবারেই উড়িয়ে দিচ্ছেন তিনি।


আরো পড়ুন

‘বাংলাদেশে খেলা এতো সহজ না, সেখানকার কন্ডিশনকে সম্মান করো’

২৩ মিনিট আগে
চার ওভারে মাত্র ছয় রান দেন মুস্তাফিজুর রহমান, ক্রিকফ্রেঞ্জি

জয় শাহ বলেন, 'সম্ভাবনা আছে বিশ্বকাপে কয়েকটি ম্যাচের সূচি পরিবর্তিত হওয়ার। বেশ কয়েকটি দেশই শিডিউলে দুই থেকে তিনটি ম্যাচের তারিখ পরিবর্তনের আবেদন জানিয়েছে। আমরা এটা নিয়ে আইসিসির সঙ্গে কাজ করে যাচ্ছি। ২-৩ দিনের মধ্যে এটা নিয়ে আমরা পরিষ্কার একটি ধারণা পাবো।'


'নিরাপত্তাই যদি কারণ হয়ে থাকে তাহলে সেখানে (আহমেদাবাদে) ম্যাচ কেন দিয়েছি আমরা? অক্টোবরের ১৪-১৫ তারিখ সমস্যা নয়, কয়েকটি দেশ আবেদন করেছে। লজিস্টিকে বেশ কিছু চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। কারো কারো দুই দিনের ব্যবধানে দুটি ম্যাচ। আর তাই খেলার পরদিন ভ্রমণ করে তার পরদিন আবারও খেলা কঠিন।'


এদিকে সূচি পরিবর্তন করাটা এতো সহজও নয়। কেননা ১৪ অক্টোবর বিশ্বকাপে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। একটি ইংল্যান্ড এবং আফগানিস্তান খেলবে দিল্লিতে। আরেকটি বাংলাদেশ এবং নিউজিল্যান্ড খেলবে চেন্নাইতে।


ভারত-পাকিস্তানের ম্যাচটি এই দুটি ম্যাচের কোনটির সাথে সরাসরি অদল-বদল করা কঠিন। কেননা ১৮ অক্টোবর চেন্নাইতেই মুখোমুখি হবে আফগানিস্তান এবং নিউজিল্যান্ড। একইভাবে সবগুলো দলের ক্ষেত্রেই বিশ্বকাপের সূচি পরিবর্তন করাটা কঠিন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball