আগেভাগেই চূড়ান্ত হলো পাকিস্তানের ইংল্যান্ড সফরের সূচি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

নাকভির সঙ্গে সিরিজ বাড়ানো নিয়ে কথা বলবেন বুলবুল

৯ ঘন্টা আগে
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের একাংশ, ক্রিকফ্রেঞ্জি

২০২৪ সালের মে মাসে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তান। মঙ্গলবার রাতে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করে। ২২মে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু করে ৩০মে সিরিজ শেষ করবে ইংল্যান্ড ও পাকিস্তান।


ইংল্যান্ড সফরের সূচি অনুযায়ী সিরিজের প্রথম টি-টোয়ান্টি অনুষ্ঠিত হবে ২২মে, লিডসে। দুই দিনের বিরতি দিয়ে পরের ম্যাচটি হবে ২৫মে, বার্মিংহামে। যার দু'দিন পরই তৃতীয় ম্যাচটি ২৮ তারিখে কার্ডিফের মাঠে গড়াবে। সিরিজের শেষ এবং চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচটি ৩০মে ওভালে অনুষ্ঠিত হবে।


promotional_ad

গত বছর পাকিস্তান সফরে দল দু'টো শেষবার ক্রিকেটের সবচাইতে ছোটো সংস্করণে মুখোমুখি হয়েছিল, যেখানে ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক পাকিস্তানকে ৪-৩ ব্যবধানে সিরিজ হারিয়েছিল ইংল্যান্ড। ইংলিশদের মাটিতে শেষ সফরের ফলাফলটাও পাকিস্তানের পক্ষে আসেনি, যেখানে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল বাবররা।


আরো পড়ুন

মাঠে যেন ১১ জন বনাম ২ জন খেলছিল: ব্রুক

১৮ ঘন্টা আগে
ইংল্যান্ড দল, ফাইল ফটো

গত নভেম্বরে মেলবোর্নে ২০২২ সালের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এই পাকিস্তানকে হারিয়েই শিরোপা জিতেছিল ইংল্যান্ড। প্রায় তিন বছর পর ইংল্যান্ডের মটিতে সিরিজ খেলতে যাবে বাবর আজমরা।


টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং আয়ারল্যান্ডের বিপক্ষে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এই দুটি সিরিজের সূচি এখনও প্রকাশ করা হয়নি।


বর্তমানে শ্রীলঙ্কার সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। যেখানে ১৬ জুলাই প্রথম টেস্ট খেলতে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মাঠে নামবে বাবরবাহিনী। সিরিজের শেষ টেস্টটি ২৪ জুলাই কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball