ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াডে ১৯ বছরের তরুণ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানকে জেতালেন সাইম, ক্যারিবিয়ানদের টানা ৯ হার
১৬ ঘন্টা আগে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমবারের মতো ক্যারিবীয় স্কোয়াডে ডাক পেয়েছেন ১৯ বছর বয়সী ডানহাতি স্পিনার জেডেন সিলেস।
সোমবার ঘোষণা করা হবে চূড়ান্ত দল। সেখানেও টিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে ত্রিনিদাদের এই পেসারের। এখন পর্যন্ত একটি মাত্র প্রথম শ্রেনির ম্যাচ খেললেও বল হাতে গতির ঝড় তুলে ক্যারিবীয় দলের নির্বাচকদের নজর কেড়েছেন সেলেস।
বল হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন আন্তঃস্কোয়াড প্রস্তুতি ম্যাচেও। এই ম্যাচে তিনি সাজঘরে ফিরিয়েছেন শাই হোপ ও ড্যারেন ব্রাভোর মতো প্রতিষ্ঠিত দুই ব্যাটসম্যানকে।

এর আগে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে আলোচনায় এসেছিলেন সেলেস। যুবাদের ক্রিকেটের সবচেয়ে বড় এই টুর্নামেন্টে ৬ ম্যাচে তাঁর শিকার ছিলো ১০ উইকেট।
এদিকে, ইনজুরির কারণে ক্যারিবীয় দল থেকে ছিটকে গেছেন চিমার হোল্ডার। এদিকে ওয়েস্ট ইন্ডিজ দলে নির্বাচকরা জানিয়েছেন, প্রস্তুতির জন্য স্কোয়াডের সঙ্গে থাকবেন চার পেসার কিয়ন হারডিং, প্রেস্টন ম্যাকসুয়েন, মারকুইনো মাইন্ডলি এবং নিয়াল স্মিথ।
আগামী ১০ জুন প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে ক্যারিবীয়রা। আর সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ১৮ জুন।
ওয়েস্ট ইন্ডিজের প্রাথমিক স্কোয়াড-
ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, ড্যারেন ব্রাভো, রস্টোন চেজ, রাকিম কর্নওয়াল, জশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, জাহমার হ্যামিল্টন, জেসন হোল্ডার, শাই হোপ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, কাইরন পাওয়েল, কেমার রোচ, জেডেন সিলেস এবং জোমেল ওয়ারিকান।