বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে হারায় মৃত্যুর হুমকি পেয়েছিলেন ডু প্লেসি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ডু প্লেসির চোটে কপাল খুলল জেসন রয়ের

১১ জুলাই ২৫
দ্য হান্ড্রেড

বরাবরই হট ফেভারিট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে ভালো খেললেও খেই হারিয়ে বসে কোয়ার্টার ফাইনাল কিংবা সেমিফাইনালে গিয়ে। কখনও নিজেদের ভুলে আবার কখনও দুর্ভাগ্যের শিকার হয়ে ফাইনালে ওঠার আগেই বিদায় নিতে হয়েছে প্রোটিয়াদের।


সময়ের পরিক্রমায় প্রতিবার ভিন্ন গল্পের আবির্ভাব হলেও ফলাফলটা একই রয়ে গেছে দক্ষিণ আফ্রিকার। যে কারণে গল্পের অনুঘটক প্রোটিয়াদের বলা হয়ে থাকে ‘চোকার’। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপেও একই ঘটনার মুখোমুখি হয়েছিল তাঁরা। তৃতীয় কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছিল দক্ষিণ আফ্রিকা।


promotional_ad

ম্যাচটি হারার পর মৃত্যু হুমক?? দেয়া হয়েছিল সেই দলের ফাফ ডু প্লেসিকে। শুধু তাঁকেই নয়, সঙ্গে তাঁর স্ত্রীকেও হুমকি দিয়েছিল দুর্বৃত্তরা। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইটের দ্য ক্রিকেট মান্থলিতে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা বলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক।


এ প্রসঙ্গে ডু প্লেসি বলেন, ‘ওই ম্যাচের পর আমি মৃত্যুর হুমকি পেয়েছিলাম। আমার স্ত্রীও মৃত্যুর হুমকি পেয়েছিল। আমরা সামাজিক যোগাযোগমাধ্যম চালু করেছি আর আমাদের উড়িয়ে দেয়া হয়েছিল। এটা খুবই ব্যক্তিগত হয়ে উঠেছে। বেশ কিছু আপত্তিকর জিনিস বলেছিল যা আমি পুনরাবৃত্তি করব না।’


ডু প্লেসি যে ম্যাচের কথা উল্লেখ করেছেন, সেটি ছিল ২০১১ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। যেখানে আগে ফিল্ডিং করতে নেমে ডেল স্টেইন, মরনে মরকেল ও ইমরান তাহিরদের বোলিং তোপে নির্ধারিত ৫০ ওভারে নিউজিল্যান্ডকে ২২১ রানে আটকে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা।


২২২ রানের লক্ষ্যে খেলতে নেমে হাশিম আমলা দ্রুত ফিরে গেলেও শুরুর বিপর্যয় সামলে দক্ষিণ আফ্রিকাকে পথ দেখিয়েছিলেন গ্রায়েম স্মিথ, জ্যাক ক্যালিস ও এবি ডি ভিলিয়ার্সরা। তবে কেউই খুব বড় ইনিংস খেলতে পারেননি। ডু প্লেসি যখন ক্রিজে আসেন তখন দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ১২১ রান।


ডু প্লেসি ব্যাটিংয়ে আসার পরই ধস নামে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডারের। পরবর্তী ২৫ রান তুলতেই ৪ উইকেটে হারায় প্রোটিয়ারা। শেষ পর্যন্ত ৪৩ বলে ৩৫ রান করে সাজঘরে ফেরেন ডু প্লেসিও। আর প্রায় সাত ওভার বাকি থাকতেই ১৭২ রানে গুটিয়ে যায় তাঁরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball