ভেবেছিলাম এবারও বেঞ্চে বসে থাকতে হবে: মিলার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অস্ট্রেলিয়া সফরের সময় দ্য হান্ড্রেডে খেলবেন মিলার, নেই জানসেনও

২৪ জুলাই ২৫
ফাইল ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গেল মৌসুমে রাজস্থান রয়্যালসের একাদশে নিয়মিতই খেলেছেন বেন স্টোকস, জফরা আর্চার এবং স্টিভ স্মিথ জস বাটলাররা। ফলে গেল মৌসুমে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন ডেভিড মিলার। যে কারণে এবারের আসরে দলে সুযোগ পাওয়ারই আশা করেননি দক্ষিণ আফ্রিকার বাঁহাতি এই ব্যাটসম্যান।


এবারের আসরের প্রথম ম্যাচে সুযোগ না পেলেও কপাল খুলেছে দ্বিতীয় ম্যাচে। আঙুলের ইনজুরির কারণে স্টোকস পুরো মৌসুম থেকে ছিটকে যাওয়ায় দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ‍সুযোগ পেয়েছিলেন মিলার। সুযোগ পেয়েই সেটা কাজে লাগাতে ভুল করেননি বাঁহাতি এই ব্যাটসম্যান।


promotional_ad

শেষ দুই ওভারে ২৭ রান নিয়ে ক্রিস মরিস ম্যাচ জয়ের নায়ক বনে গেলেও দলকে শুরুর বিপর্যয় থেকে টেনে তুলেছেন মিলার। ৪২ রানে ৫ উইকেট হারানোর পর রাহুল তেওয়াতিয়াকে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন মিলার। যেখানে বেশিরভাগ রানই ছিল তাঁর। ৪৩ বলে ৬২ রান করে ফিরলেও ততক্ষণে রাজস্থানের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন মিলার।


রাজস্থানের প্রথম জয় পাওয়ার ম্যাচে দলের সবচেয়ে বড় ভূমিকা রাখা মিলারই কিনা এবারের আসরে একাদশে সুযোগ পাওয়ার আশা করেননি। দিল্লির বিপক্ষে ম্যাচ শেষে মিলার জানিয়েছেন, গেল বছর থেকেই দলে জায়গা পাওয়ার প্রত্যাশা করেননি। তবে সুযোগ পেলে খেলার জন্য প্রস্তুত ছিলেন।


এ প্রসঙ্গে মিলার বলেন, ‘গত বছর থেকেই আমি খেলাার প্রত্যাশা করছিলাম না। তবে আপনাকে খেলার জন্য সবসময়ই প্রস্তুত থাকতে হবে। দুর্ভাগ্যক্রমে, স্টোকল আঙুল ভাঙার কারণে মিস করছে, যা আমাদের জন্য বড় ক্ষতি। তবে এটি অন্যকে সুযোগ দেয়।’


মিলার জয়ের ভিত গড়ে দিলেও ম্যাচের শেষটা করেছেন মরিস। আউট হলেও শেষ দিকে মরিস শেষ করতে পারবেন বলেই হাফ সেঞ্চুরির পর আক্রমণাত্বক ব্যাটিং করেন মিলার। তিনি বলেন, ‘সেখান থেকে বেরিয়ে এসে কয়েকটি বল হিট করাটা ভালো ছিল। আমরা শুরুতে কিছুটা ভুগছিলাম তবে প্রথম বাউন্ডারি পাওয়ার পর স্বস্তিদায়ক ছিল। আমি জানতাম যে যখন আউট হবো তখন বিগ ম্যান মরিস এখান থেকে টেনে নিয়ে যাবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball