প্রথম হওয়ার লড়াইয়ে রুমানা-সালমা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রথম বাংলাদেশী বোলার হিসে???ে ওয়ানডেতে ৫০ উইকেট নেয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন টাইগার ল্গে স্পিনার রুমানা আহমেদ। আর মাত্র ৪ উইকেট নিলেই ৫০ উইকেটের ক্লাবে প্রবেশ করবেন এই ডানহাতি স্পিনার।
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে টাইগ্রেসদের ওয়ানডে সিরিজ। আর আসন্ন সিরিজেই রুমানার সামনে সুযোগ রয়েছে ৫০ উইকেটের এই ক্লাবে প্রবেশ করার।

এর আগে আরও ২১ জন বোলার পঞ্চাশ উইকেট নেয়ার খ্যাতি অর্জন করেছেন। ৪ উইকেট নিলেই ২২তম বোলার হিসেবে এই ক্লাবে নাম লিখাবেন এই লেগ স্পিনার।
যদিও ৪৬ উইকেট নিতে এখন পর্যন্ত তাকে খেলতে হয়েছে মোট ৫১টি ওয়ানডে। রুমানার পর ৩ উইকেট কম নিয়ে ৫০ উইকেটের ক্লাবে প্রবেশের অপেক্ষায় আছেন টি-টুয়েন্টি অধিনায়ক সালমা খাতুন। ৫০ ম্যাচে এই অফস্পিনার নিয়েছেন ৪৩ উইকেট।
২০১০ সালে সর্বপ্রথম টি-টুয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ দল। তার পর থেকে মোট ৫১ ম্যাচে অংশ নিয়েছে টাইগাররা। আর আট বছরে অনুষ্ঠিত সবগুলো ম্যাচের টাইগ্রেস একাদশে ছিলেন রুমানা।
এ অলরাউন্ডার ব্যাট হাতে সংক্ষিপ্ত ফরম্যাটে ৪৬ ইনিংসে করেছেন ৫৭১ রান। এক নম্বর অবস্থানে ফারজানা হক। ৪৩ ইনিংসে করেছেন ৬৭৪ রান।
ওয়ানডে সংস্করণে অবশ্য দুই বিভাগেই রুমানা শীর্ষে। ৩৫ ইনিংসে ৭৩৪ রানের পাশাপাশি ৩৭ উইকেট নিয়েছেন ওয়ানডেতে দেশের হয়ে প্রথম ও একমাত্র হ্যাটট্রিক করা এ বোলার।