ধীরে ধীরে নিজ ঘরে ফিরছে পিএসএল

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান প্রিমিয়ার লীগের (পিএসএল) চতুর্থ আসরের মোট আটটি ম্যাচ পাকিস্তানে আয়োজিত হবে। শনিবার পিএসএলের ফ্র্যাঞ্জাইজিগুলোর সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন গভর্নিং কাউন্সিল।
২০১৬ আসরের ফাইনাল দিয়ে পাকিস্তানে পা রেখেছিল পিএসএল। এরপর ২০১৮ সালের প্লে-অফের ম্যাচ এবং ফাইনাল ম্যাচ পাকিস্তানে আয়োজন করেছিল পিসিবি। এবার গ্রুপ পর্বের কিছু ম্যাচও পাকিস্তানে আয়োজনের ব্যবস্থা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

যা পাকিস্তান ক্রিকেটের জন্য অনেক বড় সিদ্ধান্ত। পিসিবির নব নিযুক্ত চেয়ারম্যান এহসান মনি ক্রিকবাজকে জানিয়েছেন, যদি তাঁরা এভাবে কাজ করে যেতে পারেন তাহলে ভবিষ্যতে পাকিস্তান ক্রিকেটের জন্য অনেক ভালো কিছু বয়ে আনতে পারবেন।
'পিসিবি এবং সব পিএসএল ফ্র্যাঞ্জাইজি এই প্রোজেক্টের পার্টনার। আমি আত্মবিশ্বাসী আমরা এক সাথে কাজ করে পরবর্তী সময়ের জন্য ভালো কিছু করতে আনতে পারব।'
এছাড়া আগামী পিএসএলের সময়সূচি প্রকাশ করা হয়েছে গতকালের সভায়। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে মার্চের ১৭ তারিখ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে পিএসএলের আগামী আসর।
পাশাপাশি ক্রিকেটারদের ড্রাফট নিয়েও আলোচনা করা হয়েছে এই সভায়। আসন্ন এই আসরে গতবারে পয়েন্ট টেবিলের উপর নির্ভর করে দলগুলো খেলোয়াড় নির্বাচনের সুযোগ পাবে। আর গতবারের স্কোয়াড থেকে ১০ জন ক্রিকেটারকে দলে রেখে দিতে পারবে ফ্র্যাঞ্জাইজিগুলো।
২০১৯ পিএসএলে প্রথমবারের মতো খেলবেন আফ্রিকান সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। খেলার সম্ভাবনা রয়েছে অজি তারকা ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথেরও। আর বাংলাদেশ থেকে পিএসএলের গত আসর গুলোতে অংশ নিয়েছিলেন সাকিব, তামিম, মাহমুদুল্লাহ, মুস্তাফিজ এবং সাব্বির।