২০২০ বিশ্বকাপের দৌড়ে আফিফ জাকিররা

promotional_ad

আসন্ন নিদাহাস ট্রফির জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি শ্রীলঙ্কার বিপক্ষে টোয়েন্টি সিরিজে খেলা দুই তরুণ ক্রিকেটার জাকির হাসান ও আফিফ হোসেনের। মূলত তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের বদলী হিসেবেই গত সিরিজে সুযোগ পেয়েছিলেন জাকির-আফিফ। 


তবে ইনজুরি কাটিয়ে তামিম, সাকিব ফেরাতেই বাদ পড়তে হয়েছে দুই তরুণকে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তবে স্কোয়াড থেকে বাদ পড়লেও আফিফদের নিয়ে আলাদা পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেছেন নান্নু। সংবাদ সম্মেলনে তিনি বলেন, 


'জাকির বাদ পড়েছে, তামিম ইকবাল ফেরায়। আফিফকে নিয়েছিলাম, সাকিবের বদলে। সে যেহেতু ফিরেছে (তাই আফিফ নাই)। কিছু খেলোয়াড় বিপিএলে হোমে ভালো খেলেছে। এই হিসেবে ওদেরকে দেখেছি। ২০২০ বিশ্বকাপ নিয়ে আমাদের একটা ভিশন আছে। ওদেরকে পুলভুক্ত করেছি এবং ওদেরকে টাইম টু টাইম দলের জন্য গড়ে তুলবো।'


promotional_ad

নান্নু কথা বলেছেন মোহাম্মদ সাইফুদ্দিন এবং মোসাদ্দেক হোসেন সৈকতের বাদ পড়া প্রসঙ্গেও। শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে আশানুরুপ পারফর্মেন্স করতে পারেননি ২১ বছর বয়সী সাইফুদিন। প্রথম ম্যাচে ১ উইকেট পেলেও মাত্র ৮ রান করে আউট হয়েছিলেন। এরপর দ্বিতীয় ম্যাচে ১৪ রান খরচায় উইকেট শুন্য ছিলেন তিনি। 


আর এই কারণে টিম ম্যানেজমেন্টও সাউফুদ্দিনের বোলিংয়ে খুব একটা খুশি নয় বলে জানিয়েছেন নান্নু। তাঁর ভাষ্যমতে, 'গত সিরিজে তার পারফরম্যান্স চিন্তা করা হয়েছে। ম্যানেজমেন্ট ওর বোলিং নিয়ে সন্তুষ্ট নয়। এ কারণেই সে নেই।'


এদিকে বেশ কিছুদিন থেকেই চোখের সমস্যায় ভুগছেন আরেক অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। যদিও সেই ইনজুরি কাটিয়ে ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন তিনি। তবে এখনই তাঁকে পুরোপুরি ফিট ভাবছেন না নান্নু। বললেন,


'ওর চোখে সমস্যা ছিলো। সেটা কাটিয়ে সে ফিরেছে। আমাদের মনে হয় ও এখনো স্ট্রাগল করছে। এ কারণেই ওকে কিছুদিন সময় দেয়া হয়েছে। ওকে নিয়ে আসলে আমাদের নির্দিষ্ট পরিকল্পনা আছে।'


বাংলাদেশ স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), ইমরুল কায়েস, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন অপু, আরিফুল হক, রুবেল হোসেন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহী, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball