দ্বিপাক্ষিক সিরিজের রাজা কোহলি

promotional_ad

রেকর্ড শব্দটিকে নিজের নামের সমার্থক শব্দ বানিয়ে ফেলেছেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার মাটিতে ৫-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে ভারত।


৬ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে ভিরাট কোহলির অপরাজিত সেঞ্চুরিতে ৮ উইকেটের বড় জয় পেয়েছে ভারত। এই ম্যাচে ৯৬ বলে ১৯টি বাউন্ডারি ও দুই ছক্কায় ১২৯ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন কোহলি।


এই সেঞ্চুরির ইনিংস দিয়ে বেশ কয়েকটি রেকর্ডে নাম লিখিয়েছেন ভারতীয় রান মেশিন। দক্ষিণ আফ্রিকা সিরিজে তিনটি শতরান করে ক্যারিয়ারের ৩৫তম সেঞ্চুরি তুলে নিয়েছেন কোহলি। ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যায় এখন কোহলির সামনে শুধু শচিন টেন্ডুলকার।


promotional_ad

এই সিরিজে কোহলি প্রথম ব্যাটসম্যান যিনি কোন দ্বিপাক্ষিক সিরিজে ৫০০-এর বেশি রান করেছেন। এতদিন এই রেকর্ড ছিল আরেক ভারতীয় রোহিত শর্মার দখলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ছয় ম্যাচের সিরিজে ৪৯১ রান করেছিলেন রোহিত।


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে কোহলির ব্যাট থেকে এসেছে ৫৫৮ রান। এই তালিকার তিন নম্বরে আছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার জর্জ বেইলি। তিনি ২০১৩-১৪ সালে ভারতের বিপক্ষে ৪৭৮ রান করেছিলেন  ৬ ম্যাচের সিরিজে। 


তাছাড়া, দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে সর্বাধিক রান সংগ্রহের রেকর্ডটি নিজের করে নিয়েছেন কোহলি। এর আগে এই রেকর্ড ছিল কেভিন পিটারসনের দখলে। তিনি ২০০৫ সালে সাত ম্যাচের সিরিজে  ৪৫৪ রান করেছিলেন।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball