আইসিসির 'অদৃশ্য' মর্যাদা পাচ্ছে আইপিএল

ছবি:

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগকে (আইপিএল) এবার অন্যরকম মর্যাদা দিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ভারতের এই জনপ্রিয় আসর চলাকালে এমনিতেই অন্যান্য সিরিজ কম আয়োজন করা হয়।<কিন্তু এবার সেটাকে রীতিমতো নিয়ম বানিয়ে ফেলা হয়েছে! আইসিসির নতুন ভবিষ্যত সফর সূচিতে (ফিউচার ট্যুরস প্রোগ্রাম--এফটিপি) রাখা হয়েছে ‘আইপিএল উইন্ডো’।

তবে আনুষ্ঠানিকভাবে এসবের উল্লেখ নেই। তবে ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত ভবিষ্যত সূচি দেখলে যে কেউই বুঝে যাবে তা। কেননা এই সূচিতে আইপিএলের দুই মাসে রাখা হয়নি আন্তর্জাতিক ক্রিকেটের কোনো সিরিজ বা সফর! অবশ্য রাখা হয়নি একেবারে তা না।
এই পাঁচ বছরে আইপিএলের সময় আন্তর্জাতিক ক্রিকেট বলতে মাত্র দুটি সিরিজ আছে। একটি হচ্ছে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে সিরিজ, আরেকটি হচ্ছে ইংল্যান্ড-নেদারল্যান্ডস সিরিজ। উল্লেখ্য, প্রতিবছরই এপ্রিল-মে তে আইপিএল হয়ে থাকে।তবে এসব নিয়মে আসতে পারে পরিবর্তন।
কেননা ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত প্রস্তাবিত এই সূচি আইসিসিতে পাঠানো হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে। আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আইসিসি।