তারপরও সিরিজ ভারতের

ছবি:

ড্র হয়েছে দিল্লী টেস্ট। তবে সিরিজের শেষ টেস্ট ড্র হলেও সফরকারী শ্রীলংকার বিপক্ষে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভিরাট কোহলির টিম ইন্ডিয়া।
ম্যাচের শেষ দিন ব্যাকফুটে থেকে খেলা শুরু করেছিল সফরকারী লঙ্কানরা। ৩ উইকেটে ৩১ রান নিয়ে শেষ দিন খেলা শুরু করা লঙ্কানরা দিন শেষ করেছে ৫ উইকেটে ২৯৯ রান নিয়ে।
ভারতীয় বোলারদের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে এদিন শতক তুলে নিয়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান ধনঞ্জয় ডি সিলভা। এদিন আহত হয়ে সাজঘরে ফিরে যাওয়ার আগে ডানহাতি এই ব্যাটসম্যানের হাত থেকে আসে ১১৯ রান।
ধনঞ্জয়ের ১১৯ রানের পাশাপাশি এদিন ব্যাট হাতে প্রতিরোধ গড়ে ব্যাটিং করেছেন রোশান ডি সিলভা এবং নিরোশান ডিকওয়েলা। রোশানের ব্যাট থেকে আসে ৭৪ রান।

যেটার জন্য তিনি খরচ করেন ১৫৪ বল। আর তাকে সঙ্গ দেয়া নিরোশান ডিকওয়েলা অপরাজিত থাকেন ৪৪ রান করে। ৬টি বাউন্ডারির সাহায্যে ৭২ বল খরচ করেন তিনি।
ভারতের হয়ে রবিন্দ্র জাজেদা নেন ৮১ রান দিয়ে ৩ উইকেট। এর আগে নিজেদের তৃতীয় ইনিংসে ৫ উইকেটে ২৪৬ রান স্কোরবোর্ডে তুলে ইনিংস ঘোষণা করে ভিরাট কোহলির দল।
ওপেনার শিখর ধাওয়ান করেন ৬৭ রান। এছাড়াও ভিরাট কোহলি এবং রহিত শর্মা করেন পঞ্চাশ রান। শ্রীলংকাকে জয়ের জন্য ৪১০ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ভারত।
আর নিজেদের প্রথম ইনিংসে ভিরাট কোহলির ২৪৩ রানের উপর ভর করে ৫৩৬ রান সংগ্রহ করে ভারত। এছাড়াও মুরালি বিজয়ের ব্যাট থেকে আসে ১৫৫ রান। ভারতের ৫৩৬ রানের উপর ভর করে নিজেদের প্রথম ইনিংসে ৩৭৩ রান স্কোরবোর্ডে তুলে লঙ্কানরা।
দীনেশ চান্দিমালের ব্যাট থেকে আসে ১৬৪ রান। চান্দিমাল ছাড়াও অ্যাঞ্জেলো ম্যাথিউসের ব্যাট থেকে আসে ১১১ রান। রবিচন্দ্রন অশ্বিন নেন ৩টি উইকেট।