ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ভারত

ছবি: ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে পুর্ণাঙ্গ সিরিজ খেলবে ভারত, ফাইল ফটো

নভেম্বর-ডিসেম্বরে ভারতীয় দল মুখোমুখি হবে সাউথ আফ্রিকার। এই সিরিজটি হবে পুর্ণাঙ্গ। ১৪ নভেম্বর থেকে দিল্লিতে হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ২২ নভেম্বর থেকে, ভেন্যু গুয়াহাটি।
মুম্বাই ছেড়ে গোয়ায় জয়সাওয়াল
৩ এপ্রিল ২৫
এরপর প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। খেলা হবে রাঁচি (৩০ নভেম্বর), রায়পুর (৩ ডিসেম্বর) ও বিশাখাপত্তনমে (৬ ডিসেম্বর)। তিনটি ম্যাচই দিবা-রাত্রির। সব শেষে হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

৯ ডিসেম্বর কটকে শুরু হবে এই সিরিজটি। এ ছাড়া চণ্ডীগড় (১১ ডিসেম্বর), ধর্মশালা (১৪ ডিসেম্বর), লক্ষ্ণৌ (১৭ ডিসেম্বর), আহমেদাবাদে (১৯ ডিসেম্বর) হবে সিরিজের বাকি চারটি ম্যাচ। যথারীতি সবগুলো ম্যাচই সন্ধ্যার পর।
সাউথ আফ্রিকার দায়িত্ব ছাড়লেন ওয়াল্টার
২ এপ্রিল ২৫
এই সিরিজের আগে অবশ্য ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচ ২ অক্টোবর, ভেন্যু আহমদাবাদ। ১০ অক্টোবর থেকে দ্বিতীয় টেস্ট শুরু হবে কলকাতায়।