ইসিবির সবুজ সংকেত, আফগানিস্তানের বিপক্ষে খেলবেন বাটলাররা

ছবি: ছবি: সবশেষ ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের কাছে হেরেছিল ইংল্যান্ড, ফাইল ছবি

২০২১ সালে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা নেয়ার পর থেকেই দেশটির মেয়েদের ক্রিকেট নিষিদ্ধ করা হয়। বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে খেলতে আপত্তি না জানালেও আফগানদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রাজী হয়নি অস্ট্রেলিয়া। কিছুদিন আগে আফগানিস্তানের তালেবান শাসনের বিরুদ্ধে সরব হয়ে উঠেছেন ইংল্যান্ডের রাজনীতিবিদরা।
ভারত না পারলে এশিয়া কাপের সময় আইপিএল করতে চায় ইংল্যান্ড
১০ মে ২৫আগামী মাসে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে রয়েছে ইংল্যান্ড এবং আফগানিস্তান। ফলে গ্রুপ পর্বে আফগানদের বিপক্ষে খেলতেই হতো জস বাটলার-জফরা আর্চারদের। এই ম্যাচ অবশ্য বয়কট করতে ইসিবির কাছে চিঠি দেন ১৬০ জনের মতো ব্রিটিশ রাজনীতিবিদ। সেই চিঠির প্রস্তাবকে উড়িয়ে দিলো ইসিবি।

ইসিবির প্রধান রিচার্ড থম্পসন বলেন, 'বিশ্বের অন্য দেশগুলো আফগানিস্তানের বিপক্ষে খেলছে। আমাদের মনে হয় না ইংল্যান্ড একা না খেলে বিরাট কিছু অর্জন করবে। আমরা শুনেছি আফগানিস্তানের সাধারণ মানুষদের জন্য ক্রিকেটই একমাত্র বিনোদন। সেই কারণে আমরা খেলব।'
দিল্লিতে ব্রুকের বদলি সেদিকউল্লাহ
৭ মে ২৫
'তবে আইসিসির উপর আমরা চাপ তৈরি করব আগামী দিনে ব্যবস্থা নেয়ার জন্য। আফগানিস্তানে মহিলারা যাতে আবার ক্রিকেট খেলতে পারে সেটা নিশ্চিত করা প্রয়োজন। আফগানিস্তানে যা হচ্ছে সেটা ঠিক নয়। সারা বিশ্বে যখন মহিলা ক্রিকেট এগিয়ে চলেছে, তখন আফগান মেয়েদের সুযোগ না পাওয়াটা খুব হতাশার।'
এদিকে সাউথ আফ্রিকার ক্রীড়ামন্ত্রীও দেশটির ক্রিকেট বোর্ডকে আবেদন করেছিল আফগানিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলার জন্যে। তারাও সেই দাবি মানেনি। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে সাউথ আফ্রিকা (২১ ফেব্রুয়ারি), ইংল্যান্ড (২৬ ফেব্রুয়ারি) এবং অস্ট্রেলিয়া (২৮ ফেব্রুয়ারি) নিশ্চিতভাবেই খেলতে যাচ্ছে।