আফগানিস্তান ম্যাচ বয়কটের ডাক দিলেন সাউথ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফােইনালে আফগানিস্তানের বিপক্ষে খেলেছে সাউথ আফ্রিকা
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের দাবি তুলে কদিন আগে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাছে চিঠি দিয়েছিলেন ব্রিটিশ রাজনীতিবিদরা। এবার তাদের সঙ্গে সুর মিলিয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করতে ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএ) প্রতি আহ্বান জানিয়েছেন ক্রীড়া মন্ত্রী গেইটন ম্যাকেঞ্জি।

promotional_ad

২০২১ সালে দ্বিতীয়বারের মতো আফগানিস্তানের ক্ষমতা নেয় তালেবানরা। দেশের শাসনভার নিয়েই দেশটিতে মেয়েদের ক্রিকেটের কার্যক্রম বন্ধ করে দেয়। এমন অবস্থায় আফগানিস্তানের অনেক নারী ক্রিকেট অস্ট্রেলিয়াতে গিয়ে অবস্থান নিয়েছেন। বেশ কয়েকবারই ক্রিকেটে ফেরার আকুতি জানিয়েছেন দেশটির নারী ক্রিকেটাররা। তবে সেটা কানে নেয়নি তালেবান সরকার। 


আরো পড়ুন

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ

১৮ জুলাই ২৫
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের ফাইল ফটো

নিয়ম অনুযায়ী, এমন পরিস্থিতি তৈরি করলে তাদের পূর্ণ সদস্যের মর্যাদা কেড়ে নেয়ার ক্ষমতা রাখে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা অবশ্য সেই পথে হাঁটেনি। বরং দ্বিপাক্ষিক সিরিজ ও বৈশ্বিক টুর্নামেন্টে নিয়মিত খেলছে আফগানিস্তান। নারীদের প্রতি বৈষ্যমের কারণে রশিদ খানদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করে অস্ট্রেলিয়া। যদিও বিশ্বকাপে তাদের বিপক্ষে খেলতে আপত্তি জানায়নি তারা। 


promotional_ad

এদিকে কদিন আগে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান ম্যাচ বয়কটের ডাক দিয়েছেন ১৬০ জনের বেশি ব্রিটিশ রাজনীতিবিদ। ২৬ ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তান ম্যাচটি না খেলার আহ্বান জানিয়ে ইসিবিকে চিঠি দিয়েছেন ক্ষমতাসীন লেবার পার্টির এমপি তোনিয়া আন্তোনিয়াজ্জি। এবার তাদের পথে হাঁটলেন সাউথ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী ম্যাকেঞ্জি। আফগানদের বিপক্ষে ম্যাচটি বর্জনের পরামর্শ দিয়েছেন তিনি।


এক বিবৃতি ম্যাকেঞ্জি বলেন, ‘ক্রিকেট সাউথ আফ্রিকা, অন্যান্য দেশের বোর্ড এবং আইসিসি ক্রিকেট বিশ্বকে, বিশেষ করে ক্রীড়াঙ্গনের নারীদের কাছে কী বার্তা পাঠাতে চায়, তা সাবধানতার সাথে ভাবতে হবে। আফগানিস্তানের বিপক্ষে ক্রিকেট ম্যাচ দক্ষিণ সাউথ খেলবে কি-না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ক্রীড়া মন্ত্রী হিসেবে আমার কাজ নয়। যদি এটা আমার সিদ্ধান্ত হতো, তাহলে অবশ্যই ম্যাচটি হতো না।’


‘একজন পুরুষ হিসেবে, আমি এমন একটি জাতির মানুষ, যারা বর্ণবাদের সময় সমানভাবে খেলার সুযোগ পেত না। আজ যখন বিশ্বের যেকোনো জায়গায় নারীদের প্রতি সমান আচরণ করা হচ্ছে, তখন তাদের অন্যভাবে দেখাটা ভণ্ডামি এবং অনৈতিক।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball