promotional_ad

স্লো ওভার রেটের কারণে আইপিএলে আর অধিনায়ক নিষিদ্ধ হবেন না

মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া
স্লো ওভার রেটের শাস্তির কারণে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে পাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ান্স। স্লো ওভার রেটের কারণে অধিনায়কদের নিষেধাজ্ঞা ক্রিকেটে নতুন কিছু নয়। তবে আইপিএলে এই নিয়ম বদলে যাচ্ছে।

promotional_ad

এই ফ্র্যাঞ্চাইজি লিগের এবারের আসরকে সামনে রেখে খেলার বেশকিছু শর্তাবলী সংশোধন করছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এর মধ্যে বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে দেয়া হয়েছে। সেই সঙ্গে দ্বিতীয় ইনিংসে দুটি বল ব্যবহারের নিয়ম চালু করা হয়েছে।


আরো পড়ুন

‘অশ্বিন বল হাতে নিলে গেইলের পা কাঁপতো’

১৭ ঘন্টা আগে
২০১১ সালের ফাইনালে ক্রিস গেইলকে আউট করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন, ফাইল ছবি

এবার ক্রিকবাজ জানিয়েছে স্লো ওভার রেটের কারণে অধিনায়কের নিষেধাজ্ঞার নিয়মও বদলে ফেলছে আইপিএলের আয়োজকরা। বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে যে, অধিনায়করা আর ম্যাচ নিষেধাজ্ঞার মুখোমুখি হবেন না। এর পরিবর্তে তাদের ডিমেরিট পয়েন্টের মাধ্যমে শাস্তি দেয়া হবে।


অতিমাত্রায় শাস্তি যোগ্য কোনো অপরাধ করলেই কেবল নিষেধাজ্ঞার শাস্তি আরোপ করা হবে। বৃহস্পতিবার (২০ মার্চ) মুম্বইতে বিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত অধিনায়ক ও ম্যানেজারদের বৈঠকে স্লো ওভার রেটের কারণে অধিনায়কের নিষেধাজ্ঞা তুলে দেয়া হয়েছে।



promotional_ad

বিকল্প হিসেবে আইসিসির অনুরূপ একটি ব্যবস্থা চালু করা হয়েছে। যেখানে অপরাধের মাত্রার ওপর ভিত্তি করে অধিনায়কের জন্য ডিমেরিট পয়েন্ট নির্ধারিণ করা হবে। এই ডিমেরিট পয়েন্ট তিন বছর পর্যন্ত বহাল থাকবে।


আরো পড়ুন

চেন্নাইয়ের বিপক্ষে মুম্বাইয়ের নেতৃত্বে সূর্যকুমার

১৯ মার্চ ২৫
প্রথম ম্যাচে খেলবেন না হার্দিক পান্ডিয়া (ডানে), নেতৃত্বে সূর্যকুমার যাদব (বামে), ফাইল ফটো

ক্রিকবাজ তাদের রিপোর্টে বলেছে, ‘অধিনায়ককে ডিমেরিট পয়েন্ট দিয়ে শাস্তি দেয়া হবে, তবে স্লো ওভার-রেটের জন্য তিনি কোনো ম্যাচে নিষেধাজ্ঞার মুখোমুখি হবেন না।’


সাধারণত লেভেল ওয়ানের অপরাধের জন্য ম্যাচ ফির ২৫ থেকে ৭৫ শতাংশ জরিমানা করা হয় এবং সেই সঙ্গে ডিমেরিট পয়েন্ট দেয়া হয়। যদি কোনো অপরাধ গুরুতর বলে বিবেচিত হয় তবেই কেবল চারটি ডিমেরিট পয়েন্ট দেয়ার রীতি আছে।



চারটি ডিমেরিট পয়েন্টের জন্য ম্যাচ ফির জন্য ম্যাচ ফির শতভাগ জরিমানা বা অতিরিক্ত ডিমেরিট পয়েন্ট দেয়া হতে পারে। যা ভবিষ্যতে ম্যাচ থেকে নিষেধাজ্ঞার কারণ হতে পারে। তবে তাৎক্ষণিক স্লো ওভার রেটের জন্য কোনো নিষেধাজ্ঞা কার্যকর হবে না।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball